বাজার দর আগুন, লক্ষ্মী পুজোর আয়োজনে মাথায় হাত মধ্যবিত্তের

  • পুজোর রেশ কাটতে না কাটতেই চলে আসে কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজনের পালা
  •  পুজোর মাসে মধ্যবিত্তের পকেট থাকে বেশ টানটান
  • তার মধ্যেই সারতে হয় লক্ষ্মী পুজো, কালীপুজো ও ভাই ফোঁটার মত অনুষ্ঠানও
  • উৎসবের আনন্দে মেতে থাকলেও মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ থাকে ঠিকই

পুজোর রেশ কাটতে না কাটতেই চলে আসে কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজনের পালা। পুজোর মাসে মধ্যবিত্তের পকেট থাকে বেশ টানটান। তার মধ্যেই সারতে হয় লক্ষ্মী পুজো, কালীপুজো ও ভাই ফোঁটার মত অনুষ্ঠানও। উৎসবের আনন্দে মেতে থাকলেও মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ থাকে ঠিকই। সেই চিন্তা আরও এক ধাপ বৃদ্ধি পেল, লক্ষ্মীপুজোর আগেই বাজার সারতে গিয়ে। কাঁচা সবজি থেকে ফল সব কিছুরই দাম আকাশ ছোঁয়া। তাই কোনও মতে এবার সন্তুষ্ট থাকতে হবে মা লক্ষ্মীকে।

আরও পড়ুন- জীবনে আর্থিক উন্নতির জন্য লক্ষ্মীপুজোয় পালন করুন এই নিয়মগুলি

Latest Videos

পুজোর বাজার সাধারণ দিনের তুলনায় প্রত্যেক বারেই একটু বেশি চড়া থাকে। তবে এ বার যেন তা বেড়ে গিয়েছে কয়েকগুন। এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা বাজার দর। এই মুহূর্তে সবজির মধ্যে কমবেশি পটল ৫০ টাকা কিলো, বেগুণ ৬০ টাকা কিলো, ঢেড়শ ৮০ টাকা কিলো, কুমড়ো ৩০ টাকা কিলো, ঝিঙ্গে ৬০ টাকা কিলো, সিম ২০০ টাকা কিলো, করলা ১০০ টাকা কিলো, টমেটো ৮০ টাকা কিলো, কাঁচা লঙ্কা ১২০ টাকা কিলো, ফুল কপি ৫০ টাকা প্রতি পিস, বাঁধাকপি ৫০ টাকা কিলো, মুলো ৮০ টাকা কিলো, পেঁপে ২৫ টাকা কিলো, আদা ২২০ টাকা কিলো, গাজর ১০০ টাকা কিলো, বিনস্ ২০০ টাকা কিলো।

এ তো গেল সবজির বাজার দর, এবার জেনে নেওয়া যাক ফলের কম-বেশি বাজার দর, আপেল ৮০ টাকা কিলো, পানি ফল ৮০ টাকা কিলো, নেসপাতি ১০০ টাকা কিলো, পেয়ারা ৮০ টাকা কিলো, শাক আলু ১২০ টাকা কিলো, মুসম্বি ২০ টাকা প্রতি পিস, বেদানা ১৮০ টাকা কিলো, আঙ্গুর ৩০০ টাকা কিলো, খেজুর ১২০ টাকা কিলো, সিঙ্গাপুরী কলা ১২ পিস ৫০ টাকা, মর্তমান কলা ১২ পিস ৬০ টাকা, জলপাই ১০০ টাকা কিলো।

Share this article
click me!

Latest Videos

Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে