অসহ্য মাথা ব্যাথায় ভুগছেন, একটুকরো আদা খেলেই মিলবে প্রতিকার

  • ঘরোয়া টোটকায় মুক্তি পাবেন মাথা ব্যথা থেকে
  • ব্যথা উপশমে কার্যকরী আদা
  • মাথা ব্যথা করলেই আদার টুকরো ভাল করে চিবিয়ে নিন
  • মাথা ব্যথা দূর করতে আকুপ্রেশার পদ্ধতি ট্রাই করুন

মাথাব্যথা এমনই একটি সমস্যা যা খুবই কষ্টকর। মাথাব্যথা হলে কোনওকাজই ভাল ভাবে করা যায় না। মাথাব্যথা হলে ঘন ঘন ওষুধ খেয়ে নিলাম এটা কখনওই কোন সমাধান নয়। ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়লে তা আরও বেশি সমস্যার সৃষ্টি করে। ঘরোয়া এমন কিছু টোটকা রয়েছে যাতে মাত্র ১ মিনিটেই সেই সমস্যার সমাধান করা সম্ভব হবে। জেনে নিন কীভাবে মাত্র অল্প সময়ে এই মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।

 

Latest Videos

 

আদা

আদা ব্যথা উপশমে কার্যকরী। মাথা ব্যথা করলেই আদার টুকরো  নিয়ে ভাল করে চিবিয়ে নিন। দেখবেন ব্যথা কমে গেছে।

জল

একচুমুকে জল পান করলেও এক মিনিটের মধ্যে মাথাব্যথা সেরে যাবে। যখন আমাদের শরীর আর্দ্র হতে থাকে তখনই মাথা ব্যথা ধীরে ধীরে কমতে থাকে।

আকুপ্রেশার

বহুবছর ধরেই এই মাথা ব্যথা দূর করতে আকুপ্রেশার পদ্ধতি ব্যবহার করে আসছেন অনেকেই। এই ছোট পদ্ধতি ট্রাই করে ১ মিনিটের মধ্যে মাথা ব্যথা দূর করতে পারেন।

লবঙ্গ

কিছু লবঙ্গ তাওয়ার মধ্যে গরম করে নিন। তারপর সেই লবঙ্গ রুমালের মধ্যে নিন। সেই রুমাল নাকের সামনে নিয়ে ভাল করে শুকতে থাকুন। দেখবেন ব্যথা ধীরে ধীরে কমে যাবে।

হাত ম্যাসাজ

বাম হাতের বুড়ো আঙ্গুল এবং তর্জনির মাঝখানের অংশে অন্য হাতের বুড়ো আঙ্গুল ও তর্জনি দিয়ে চাপ দিন। এবং ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। একই ভাবে জান হাতেও করুন। এতেও মুহূর্তের মধ্যে ব্যথা সেরে যাবে।

লবণযুক্ত অ্যাপেল

ব্যথা যদি অনেক বেশি হয় তাহলে এই ঘরোয়া পদ্ধতি ট্রাই করে দেখতে পারেম। একটুকরো আপেলের মধ্যে নুন ছিটিয়ে নিন। তাতেও কিছুটা হলেও ব্যথা সারবে।

Share this article
click me!

Latest Videos

জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল