চোখের সাজ পারফেক্ট ভাবে ফুটিয়ে তুলতে আই লাইনার থেকে কাজল, মাস্কারা সবই ব্যবহার করে থাকি। এবার শুধু সাদা কাজল দিয়ে করুন চোখের মেকআপ। জেনে নিন সাদা কাজল কীভাবে ব্যবহার করবেন। চোখ ছাড়াও ঠোঁটের সজ্জায় ব্যবহার করতে পারেন সাদা কাজল। এবার থেকে এই টোটকা মেনে মেকআপ করুন। এতে সহজে ফুটে উঠবে আপনার সৌন্দর্য।
চোখের সাজ কতটা পারফেক্ট হল, তার ওপর অনেকাংশে নির্ভর করে আপনার সৌন্দর্য। তাই অনুষ্ঠানের কথা মাথায় রেখে চোখের মেকআপ করি আমরা। চোখের সাজ পারফেক্ট ভাবে ফুটিয়ে তুলতে আই লাইনার থেকে কাজল, মাস্কারা সবই ব্যবহার করে থাকি। এবার শুধু সাদা কাজল দিয়ে করুন চোখের মেকআপ। জেনে নিন সাদা কাজল কীভাবে ব্যবহার করবেন। চোখ ছাড়াও ঠোঁটের সজ্জায় ব্যবহার করতে পারেন সাদা কাজল। এবার থেকে এই টোটকা মেনে মেকআপ করুন। এতে সহজে ফুটে উঠবে আপনার সৌন্দর্য।
চোখ বড় দেখানোর জন্য অনেক সময় সাদা কাজল ব্যবহার করা হয়। চোখে নো মেকআপ লুক আনতে চাইলে চোখের ওয়াটার লাইনে লাগান সাদা কাজল। চোখের যে কোনও সাজ করার ক্ষেত্রে শুরুতে এভাবে সাদা কাজল লাগাতে পারেন। এতে চোখের সাজ সুন্দর ভাবে ফুটে উঠবে।
ইনার কর্নার পপ করতে ব্যবহার করা হয় সাদা কাজল। চোখের কোণা অর্থাৎ নাকের দিকের কোণায় এই সাদা আইলাইনার লাগাতে পারেন। চোখে হালকা রঙের কোনও শ্যাডো ব্যবহারে আগে সাদা কাজল দিয়ে ইনার কর্নার পপ করতে পারেন। অথবা পার্টি মেকআপের ক্ষেত্রে এমন ইনার কর্নার পপ করতেই পারেন।
আইশ্যাডো হিসেবেও ব্যবহার করা যায় সাদা কাজল। চোখে বিভিন্ন রঙের শ্যাডো ব্যবহার করে থাকেন অনেকে। এক্ষেত্রে সাদা কাজল পেনসিল দিয়ে সবার আগে ওয়াটার লাইন আঁকুন। তারপর চোখের ওপরের পাতায় লাগান সাদা কাজল। শ্যাডোর মতো করে ব্যবহার করুন। এবার গোল্ডেন শ্যাডো লাগাতে চাইলে এর ওপর লাগান গোল্ডেন শ্যাডো। সকলের নজর কাড়বে আপনার চোখের সাজ।
ভ্রু আঁকতে ব্যবহার করতে পারেন সাদা কাজল। চড়া মেকআপ করার সময় ভ্রু আঁকতে হয় সকলকে। এক্ষেত্রে আগে সাদা কাজল দিয়ে বর্ডার করে নিন। তারপর ভ্রু আঁকুন। এতে আপনার মেকআপ আরও পারফেক্ট হবে।
ঠোঁটের সাজেও ব্যবহার করা যায় সাদা কাজল। যাদের ঠোঁট সরু, তারা ঠোঁট বড় করতে চাইলে সাদা কাজল ব্যবহার করতে পারেন। এটি লিপ লাইনার হিসেবে ব্যবহার করুন। ঠোঁটের চারদিক সাদা লাইনার দিয়ে এঁকে নিন। তারপর লাগান লিপস্টিক। এতে ঠোঁট বড় দেখাবে সঙ্গে সুন্দর ভাবে ফুটে উঠবে ঠোঁটের সাজ। এবার থেকে এই পাঁচ ভাবে ব্যবহার করতে পারেন সাদা কাজল।
আরও পড়ুন- দেখতে খুবই ভয়ঙ্কর ও যন্ত্রণাদায়ক, এই চিকিৎসা পদ্ধতির জনপ্রিয়তা বাড়ছে ক্রিকেটারদের মধ্যে
আরও পড়ুুন- Poco X4 Pro এর ৮ জিবি ব়্যাম এর স্মার্টফোনের অফার-সহ শুরু হল ফাস্ট সেল