কলকাতায় করোনার থাবা, মোকাবিলায় মাথায় রাখুন কয়েকটি বিষয়

  • করোনার আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে
  • কোনও রকমের গুজবে কান দেওয়া নয়
  • মেনে চলতে হবে সতর্কতা
  • প্রয়োজনে নিতে হবে ডাক্তারের পরামর্শ 

বিশ্বজুড়ে করোনার প্রকোপ আতঙ্কের সৃষ্টি করেছে। ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এমনই পরিস্থিতিতে বেড়ে চলেছে মানুষের মধ্যে আতঙ্ক। দানা বাঁধছে নানা প্রশ্ন। ইতিমধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছে করোনা আতঙ্কের একাধিক দিক। কেউ লুকিয়ে ফেলছেন উপসর্গ, কোথাও আবার গোমুত্র পান করে অসুস্থ হয়ে হাসপাতাল মুখ। অনেকে আবার পালিয়ে যাচ্ছেন আইসোলেশন থেকেও। 

আরও পড়ুন, বান্ধবীর থেকেই সংক্রমণ, কলকাতার আক্রান্তকে নিয়ে নতুন চিন্তায় ডাক্তাররা

Latest Videos

দেশের পরিস্থিতি ভয়াল আকার ধারণ করার আগেই মোকাবিলায় নেমে পড়তে হবে প্রত্যেকে। সতর্কতা জাড়ি করা হয়েছে একাধিক এলাকাতে। জমায়েত রুখতে বন্ধ করা হয়েছে সিনেমাহল, চিড়িয়াখানা, মিউজিয়াম সহ আরও অনেক কিছুই। এবার প্রতিটি মানুষের সজাগ হয়ে থাকার সময়। তবেই সহজে মোকাবিলা করা যাবে করোনার সঙ্গে। মাথায় রাখতে হবে কয়েকটি বিষয়-

কী কী করবেনঃ 
১. বারে বারে হাত-পা সাবান দিয়ে ধুতে হবে
২. বাইরে খাবার এড়িয়ে চলুন 
৩. অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ব্যবহার করুন
৪. মুখ ঢেকে রাস্তায় বেরবেন
৫. দুরত্ব বজায় রেখে কথা বলুন
৬. জনবহুল এলাকা এড়িয়ে চলুন
৭. ফ্রিজে রাখা মাছ, মাংস ভালো করে ধুয়ে নিন
৮. উপসর্গ দেখা দিলেই ডাক্তারের কাছে পৌঁচ্ছে যান
৯. আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলুন
১০. হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখুন

আরও পড়ুন, আসল বলে নকল মাস্ক বিক্রি, কীভাবে চলছে জাল কারবার

পাশাপাশি মাথায় রাখতে হবে করোনা মোকাবিলাতে কী কী  করবেন নাঃ
১. বাইরে মুখে, চোখে, কানে হাত দেবেন না
২. কাউকে অযথা স্পর্শ করবেন না
৩. বাড়িতে বাইরের কাউকে প্রবেশ করতে দেবেন না
৪. প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেড়বেন না
৫. রাস্তায় থুতু ফেলবেন না
৬. উপসর্গ দেখা দিলে তা লুকিয়ে রাখবেন না
৭. কোনও রকমেন গুজবে কান দেবেন না

সতর্কতা মেনে চললেই অনায়াসে এড়িয়ে চলা যাবে এই মারণ ভাইরাস। নিজে সতর্ক থাকুন, অপরকে সতর্ক করুন। সুস্থ থাকুন। 

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ