প্রেম সপ্তাহ কাটছে একা একা, জেনে নিন সিঙ্গেলরা কীভাবে পালন করবেন

রোজ ডে (Rose Day) থেকে কিস ডে (Kiss Day), পালনে ব্যস্ত সকল প্রেমিক-প্রেমিকারা। আর আপনি এই সকল যুগলকে দেখে হিংসা করছেন। দুর্ভাগ্য বসত কিংবা সৌভাগ্য বসত আপনি এখনও সিঙ্গেল (Single)। তাই দুঃখে দিন কাটছে আপনার। রইল সেই সকল মানুষদের জন্য টিপস। সিঙ্গেল হয়েও আনন্দে দিন কাটান। জেনে নিন কী করবেন। 

চলছে প্রেমের সপ্তাহ। চারিদিকে প্রেম প্রেম রব। রোজ ডে (Rose Day) থেকে কিস ডে (Kiss Day), পালনে ব্যস্ত সকল প্রেমিক-প্রেমিকারা। আর আপনি এই সকল যুগলকে দেখে হিংসা করছেন। দুর্ভাগ্য বসত কিংবা সৌভাগ্য বসত আপনি এখনও সিঙ্গেল (Single)। তাই দুঃখে দিন কাটছে আপনার। রইল সেই সকল মানুষদের জন্য টিপস। সিঙ্গেল হয়েও আনন্দে দিন কাটান। জেনে নিন কী করবেন। 

সুযোগ পেলেই মনের মতো গান (Music) শুনুন। বাড়িতে ফুল ভলিউমে মিউজিক চালিয়ে দিন। মন খারাপ লাগা থেকে মুক্তি দেবে এই মিউজিক। চারিদিকে সকলকে প্রেম করতে দেখলে মন খারাপ হওয়া স্বাভাবিক। একাকীত্ম্যও আসতে পারে জীবনে। এই একাকীত্ম্য কাটাতে গান শুনুন। ভালো ভালো গান আপনার এনার্জি বাড়াবে। তাই চটপট একটা প্লে লিস্ট (Play List) বানিয়ে নিন। 

Latest Videos

শপিং (Shopping) করতে কার না ভালো লাগে। এই সময় মন ভালো করতে চটপট শপিং-এ বেরিয়ে পড়ুন। একা শপিং-এ যেতে পারেন। তা না হলে, সঙ্গে নিন প্রিয় বন্ধুকে। মন ভরে শপিং করুন। আর এই নতুন পোশাকে বেরিয়ে পড়ুন ভ্যালেন্টাইন্স ডে-তে। হতেই পারে আপনি একা। তাই বলে সাজবেন না তেমন তো হতে পারে না। তাই মন ভাল করতে সাজগোজ করতে পারেন। 

সিঙ্গেল পার্টি (Party) করুন। সিঙ্গেল রয়েছেন বলে পার্টির আনন্দ নেবেন না, এমন তো হতে পারে না। এই পার্টিতে আমন্ত্রণ জানান বন্ধুদের। আপনার মতো সিঙ্গেল যারা আছেন, তারা মিলে পার্টি করুন। ককটেল, মকটেল, স্ন্যাক্স থাকুক পার্টিতে। যেখানে পার্টি করবেন, সেই ঘর ডেকরেশন করুন। পার্টিতে বাজান পছন্দের গান। জমিয়ে উপভোগ করুন পার্টির আনন্দ।  

শখ পূরণ করুন এই সপ্তাহে। অনেক ক্ষেত্রে সময়ের অভাবে কোনও শখ পূরণ করা হয় না। বহুদিন ধরে হয়তো আপনি কিছু পরিকল্পনা করছেন, তা কিছুতেই বাস্তবায়িত হচ্ছে না। এবার উদ্যোগ নিন। সেই শখ পূরণ করে ফেলুন। দেখবেন সব মন খারাপ দূর হবে। 

আগামী বছরের ভালোবাসার দিবস (Valentines Day) নিয়ে পরিকল্পনা করে নিতে পারেন। বলা যেতেই পারে হয়তো আগামী বছর আপনি আর সিঙ্গেল থাকলেন না। তাই মন ভরে পরিকল্পনা করে নিন। 

বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন। চটপট প্ল্যান (Plan) করে বেরিয়ে পড়ুন। কাছাকাছি কোথাও হোক কিংবা দূরে, ঘরে আসুন। মন ভালো করার এর থেকে ভালো অপশন আর কিছু নেই। 

আরও পড়ুন: রইল প্রমিস ডে-র ১০টি শুভেচ্ছা বার্তা, মনের মানুষকে জানান সঙ্গে থাকার প্রতিশ্রুতি

আরও পড়ুন: প্রমিস করার আগে মাথায় রাখুন কয়টি জিনিস, এমন প্রতিশ্রুতি দিন যা পালন করা সম্ভব

আরও পড়ুন: মনের মানুষকে এই পাঁচটি প্রতিশ্রুতি দিতে পারেন আজ, জেনে নিন কী কী

Share this article
click me!

Latest Videos

‘ভোটের আগে হিন্দিভাষীদের নাম কাটা হচ্ছে!’ Mamata Banerjee-কে তোপ দাগলেন Agnimitra Paul
ফাঁকা চাষের জমিতে মহিলার দেহ উদ্ধার! আমডাঙায় তীব্র চাঞ্চল্য | Amdanga Murder Case | Bangla News
'হিন্দুরা মুসলিমদের মাঝে একদমই সুরক্ষিত নয়' বুঝিয়ে দিলেন যোগী আদিত্যনাথ | CM Yogi Adityanath
Nadia News Today: আধার কার্ডে মহা গোলমাল! এক নম্বরেই দুই পরিচয়, পুলিশের দ্বারস্থ দুই নারী
‘London-এ নারী সুরক্ষার বড়াই বাংলায় নারীদের অবহেলা!’ Mamata Banerjee-কে তোপ Adhir Ranjan Chowdhury-র