ফোস্কার ভয়ে এড়িয়ে যাচ্ছেন নতুন জুতো! মাথায় রাখুন ছয়টি টিপস

পায়ের ফোস্কা সারিয়ে তুলুন রাতারাতি

জুতো কেনার আগে মাথায় রাখুন কয়েকটি জিনিস

পায়ে ফোস্কার ভয়ে এড়িয়ে যাওয়া নয় নতুন জুতো

মাথায় রাখুন রাখুন কয়েকটি টিপস

শুরু হয়েগিয়েছে ফেস্টিভ্যাল মরশুম। পুজোর আগে হাতে মাত্র আর কয়েকদিনের অপেক্ষা। সামনেই রাখী, তারপর বন্ধুদের সঙ্গে চলবে জোর কদমে চলবে শপিং পর্ব। তার জন্যও সাজ হওয়া চাই টিপটপ। কিন্তু খানতি থাকছে কেবলমাত্র জুতোতে। পায়ে নতুন  জুতো! মনে পড়লেই অনেকেরই এক কথায় মাথায় হাত পরে। এবার তা আর এড়িয়ে যাওয়া নয়।

আরও পড়ুনঃ অজান্তেই চুলের সমস্যা বাড়িয়ে চুলছেন না তো! খেয়াল রাখুন এই পাঁচটি বিষয়

Latest Videos

মাথায় রাখুন কয়েকটি টিপসঃ
১) নতুন জুতো পরার আগে তাতে আগের দিন সামান্য পরিমাণে পেট্রোলিয়াম জেল লাগিয়ে রাখুন। যে যে অংশে চাপ পড়ছে জুতোর সেই সেই অংশে ভেতরের দিকে এই জেল লাগিয়ে রাখলে নরম হয়ে যাবে।
২) জুতো পরার আগে পায়ে বেশ করে নারিকেল তেল লাগিয়ে নিন। এতে স্কিন নরম থাকবে। চমরা খসখসে হয়ে গেলে ফোস্কা পড়ার প্রবণতা বৃদ্ধি পায়।
৩) পায়ে ফোস্কা পড়লে তাতে অ্যালভেরা জেল লাগিয়ে রাখুন। যার ফলে ফোস্কা অনেকটা বসে যাবে। ব্যাথাও কমে যাবে।
৪) ফোস্কা শুকিয়ে নিতে ক্ষতস্থানে দিনে বেশ কয়েকবার মধু লাগিয় রাখুন। এতে তাড়াতাড়ি সেরে যাবে ফোসকার সমস্যা। 
৫) জুতো পুরোপুরি পায়ে চেপে বসে থাকবে এমনটা না কেনাই ভালো। এতে ফোস্কা পরার প্রবণতা অনেকটা বেড়ে যায়। 
৬) আগে থেকেই ঘষা লাগতে পারে এমন জায়গায় ব্যান্ডেজ লাগিয়ে রাখুন। তাতে ফোস্কা পরার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। 

Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা
ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট