ভাই বা বোন কি গ্যাজেট প্রিয়! রাখীর উপহারের তালিকায় রাখুন এইগুলি

রাখী বন্ধনে গিফট কেনার পরিকল্পনা করুন প্রয়োজন বুঝে

গেজেট পছন্দ করলে অবশ্যই মাথায় রাখুন এই কয়েকটি বিষয়

পছন্দের তালিকা থেকে স্মর্ট ফোন বাদই রাখুন

ফোনের পরিবর্তে বেছে নিন এই জিনিসগুলো

Jayita Chandra | Published : Aug 11, 2019 7:51 AM IST

সামনেই রাখী। হাতে মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এবার উপহারে নতুন কী চমক দেবেন ভাবছেন! আপনার বোন বা ভাই কী গ্যাজেট প্রিয়, তাহলে এবার উপহারটা একটু অন্যভাবেই সাজিয়ে নিতে পারেন। তবে দোকানে যাওয়ার আগে মাথায় রাখুন এই কয়েকটি জিনিস।

আরও পড়ুনঃ রাখিতে জন্য স্পেশাল গিফট, দেখুন ডেইলি লাইফস্টাইল
১) স্মার্ট ওয়াচঃ এখন ফিটনেশ টিপসের দিকে নজর রেখে ক্রমেই বাজারে বেড়ে চলেছে ফিটবিট-এর চাহিদা। প্রতিদিন ওয়ার্ক আউট করার সঙ্গে সঙ্গে কতটা ক্যালরি বার্ন করছেন তা সহজেই জানতে পারবেন।
২) স্মার্ট স্পিকারঃ এলেক্সা নিয়ে মাতামাতি শুরু হয়েছে বেশ কয়েকদিন হল। বলা মাত্রই গান, খবর, সবই চলবে এক নিমিশে। ফলে এটাই এখন ট্রেন্ড, এই বিশেষ দিনে উপহার হিসেবে এই ধরনের স্পিকার রাখতেই পারেন।
৩) ব্লুটুথ স্পিকারঃ কাজের ফাঁকে বা গাড়ি চালানোর সময় যদি খুব প্রয়োজন হয় ফোন ধরার সেক্ষেত্রে ব্লুটুথ স্পিকার সব থেকে বেশি কাজে দেয়। সব ধরনের রেঞ্জেই পাওয়া যায়। 
৪) ইনস্টান্ট ক্যামেরাঃ ছবি তোলা মাত্রই তা হাতের মুঠোয়। স্মৃতির পাতা ভরাতে হাতে তুলে দিতে পারেন ইনস্টান্ট ক্যামেরা। 
৫) পোর্টেবেল চার্জারঃ স্মার্ট ফোন ব্যবহার হয় বেশি। তাই চার্জও বেশিক্ষণ থাকে না। ফলে যদি একটা পোর্টেবেল চার্জার উপহারে দেওয়া যায়, বিষয়টা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। 
 

Share this article
click me!