ট্যাটু বানাচ্ছেন, বিপদের ঝুঁকি এড়াতে মাথায় রাখুন এই কয়েকটি বিষয়

ট্যাটু বানানোর সিদ্ধান্ত নিন ভাবনা চিন্তা করে

ট্যাটু করার আগে কয়েকটি বিষয় নজর রাখুন

শরীরের সমস্যা এড়াতে ট্যাটু নিয়ে সচেতন হন

শরীরের বিভিন্নস্থানে ছোট বড় ট্যাটু আঁকা এখন হাল ফ্যাশন। সেই দিকে লক্ষ্য রেখেই অধিকাংশই সিদ্ধান্ত নিয়ে ফেলছেন একটা ট্যাটু বানিয়ে ফেলার। সামনেই পুজো, তাই সকলের সামনে নতুন লুকে ধরা দিতে পরিকল্পনা শুরু আগে থেকেই। কিন্তু এই ট্যাটু থেকেই শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। সেই দিকে নজর দিয়েই সিদ্ধান্ত নিন ট্যাটু বানানোর জন্য। অবশ্যই কয়েকটি বিষয় সাবধানতা অবলম্বণ করুন।
জেনে নিন ট্যাটু বানানোর সময় মাথায় রাখবেন কোন কোন বিষয়ঃ 
১) ট্যাটু করার আগে জেনে নিন শরীরের ঠিক কোন অংশে করাবেন ট্যাটু। সেই স্থানে কোনও ক্ষত থাকলে তা এড়িয়ে যান। জেনে নিন শিরার অবস্থান ঠিক কী। নইলে সমস্যা হতে পারে পরবর্তীতে।
২) যে সূচের মাধ্যমে আপনার ট্যাটুটি বানানো হবে জেনে নিন তা নতুন কিনা। নয়তো তা থেকে ছড়াতে পারে বিভিন্ন সংক্রমক অসুখ। 
৩) ট্যাটু তৈরি যত্নপাতি পরিষ্কার কি না নজরে রাখুন। নইলে তা থেকে ইনফেকশন হতে পারে। তাই সমস্যা এড়ানে সচেতন হন।
৪) ট্যাটু তৈরির সময় আর্টিস্টের হাতে গ্লাভস যেন অতি অবশ্যই থাকে। সেই দিকে নজর দেওয়া একান্তই প্রয়োজন। 
৫) ত্বকের নমনীয়তার দিকে নজর রাখুন। ট্যাটু বানিয়ে নিয়ে তাতে কী ধরনের অসুধ বা ক্রিম দেওয়া হচ্ছে তা নিজেই একবার যাচাই কের দেখে নিন।
এরফলে আপনি অনেক বেশি সুরক্ষিত থাকবেন। ট্যাটু তৈরির আগে অতি অবশ্যই এই কয়েকটি বিষয় মাথায় রাখবেন।

Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya