Offbeat Travel: উত্তরবঙ্গের সেরা অফবিট গ্রাম, সপ্তাহান্তে ছুটিতে মন হারাতে পারেন এখানে

Published : Jul 07, 2025, 02:19 PM IST
Yelagiri Hills

সংক্ষিপ্ত

Dooars Travel: সপ্তাহান্তে ছুটি পেলেই পাহাড়ে ছুট, তবে এবার গন্তব্য হতে পারে ডুয়ার্সের অফবিট গ্রাম বুড়িখোলা। নিরিবিলি প্রকৃতির মাঝে শুধু নদীর কলকল শব্দ আর পাখির কলতান আপনাকে মোহিত করতে বাধ্য।

Travel Tips: সেই মে দিবসের ছুটির পর থেকে এই পর্যন্ত একটানা পড়াশোনা বা কাজের ব্যস্ততায় প্রাণ ওষ্ঠাগত। মন চায় একটু ছুটি। অথচ ১৫ আগষ্ট ছাড়া আর ছুটির দিন নেই। তাই একটু অপেক্ষা করে নেওয়াই ভালো। ১৫-১৬-১৭ আগস্ট শুক্র-শনি-রবি পর পর তিনদিনের লম্বা ছুটি। কাজে লাগানো যাবে এটাকেই, ভ্রমণের সব পরিকল্পনার খোঁজ মিলবে এশিনেটের পাতায়।

ভিড়ভাট্টা আর কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে একটু নিশ্চিন্তে সময় কাটাতে চাইলে আপনার গন্তব্য হতে পারে ডুয়ার্সের এক অফবিট গ্রাম - বুড়িখোলা। পাহাড়ি নদী, ঘন জঙ্গল, মনোরম পরিবেশের মাঝে একটিমাত্র হোমস্টে — প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গীয় ঠিকানা।

কেমন এই বুড়িখোলা?

ডুয়ার্স মানেই সবুজের সমুদ্র, নদী, বন্যপ্রাণ আর অফবিট লোকেশন। তারই মাঝে ডুয়ার্স থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে পেয়েও যাবেন মন হারানোর ঠিকানা। শান্ত, ছিমছাম ও অপরূপ সৌন্দর্যের অধিকারী বুড়িখোলা অনায়াসে মন কাড়বে আপনার। যেদিকেই তাকাবেন বিস্তর সবুজ মাঠ ও বড়ো বড়ো গাছের সমাহার। চোখ বন্ধ করলেই শুনতে পাবেন শুধু ঝরনার শব্দ, পাখির কলতান আর গাছের পাতায় বাতাসের শিরশিরানী।

থাকার ব্যবস্থা কেমন?

বুড়িখোলায় রয়েছে একটি মাত্র হোমস্টে - বুড়িখোলা ইকো ট্যুরিজম হোমস্টে। তাই আগে থেকে বুকিং করে নেওয়াই ভালো। মালবাজার থেকে ডামডিম হয়ে জঙ্গলপথে নিজেরা গাড়ি নিয়ে আসতে গেলে হোম স্টের লোককে সঙ্গে রাখা ভাল, কারণ রাস্তার সঙ্গে তাদের পরিচিতি বেশি।

হোমস্টের সামনে দিয়েই বয়ে চলেছে পাহাড়ি নদী। নদীর ওপারেই শাকামের জঙ্গল। এ নদীর পাড় দিয়েই হাতির পালও হেঁটে চলে, শাকামের জঙ্গলে তাদের আস্তানা। এ পথে নিশ্চিন্তে খেলে বেড়ায় ময়ূরের দলও।

কীভাবে পৌঁছাবেন বুড়িখোলা?

ট্রেনে করে গেলে মালবাজার বা নিউ মাল জংশন। তারপর আপনাকে গাড়ি ধরতে হবে। ডামডিম–গরুবাথান রুট ধরে এগোতে হবে। গরুবাথান ঢোকার আগেই ডান দিকে বেঁকে বুড়িখোলার দিকে যেতে হয়। আর নিজের গাড়িতে করে এলে হোমিস্টের কাউকে সঙ্গে রাখবেন পথ চেনার সুবিধার্থে।

যাওয়ার আদর্শ সময়

বর্ষায় বুড়িখোলা আরও শ্যামল সতেজ হয়ে ওঠে। তবে বর্ষার শেষে গেলে প্রবেশ করা যায় ঘন জঙ্গলে। বুড়িখোলার সৌন্দর্য শুরু হয়ে যায় মালবাজার পার করে গরুবাথানের দিকে খানিক এগোলেই। মসৃণ পিচের রাস্তার দু’পাশে বিস্তর সবুজ, উঁকি দেয় পাহাড়।

বিশেষ আকর্ষণ

বর্ষাকালে ডুয়ার্স ও বুড়ি খোলার সবুজ সৌন্দর্য উপভোগ করতে পারলেও, করতে পারবে না জঙ্গল সাফারি। এই সময় জঙ্গল পর্যটকদের জন্য বন্ধ থাকে। তবে ১৫ সেপ্টম্বরের পর থেকে জঙ্গল খুলে যায়। তার পরে এলে শাকামের জঙ্গলও গাড়ি নিয়ে ঘোরা যাবে। কপাল ভাল থাকলে বয়ে যাওয়া নদীর তীরেই দেখা মিলবে হাতির পাল।

অতিরিক্ত আরও দুদিন সময় পেলে বুড়িখোলা থেকেই ঘুরে আসুন লাভা ও কালিম্পং -এর কোনো গ্রাম। অথবা দেখে নিতে পারেন গরুবাথান, ডামডিম, কিংবা চালসা। মন ভালো হয়ে সতেজ হয়ে উঠবে শরীরও।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শীতকালে বাচ্চাদের ঘুরতে নিয়ে যেতে পারেন এই কয়টি জায়গায়, রইল সেরা ভ্রমণের ঠিকানা
আন্তর্জাতিক ড্রাইভিং পারমিটের জন্য কীভাবে আবেদন করবেন?