ইতিহাস ঘুরে দেখতে চান? কলকাতার কাছেই পাবেন, ঘুরে আসুন চাঁদনি জলটুঙ্গি

Published : Aug 14, 2025, 10:41 PM IST
ইতিহাস ঘুরে দেখতে চান? কলকাতার কাছেই পাবেন, ঘুরে আসুন চাঁদনি জলটুঙ্গি

সংক্ষিপ্ত

এই বর্ষায় একদিনের ছুটিতে কলকাতার কাছাকাছি আপনার সেরা গন্তব্য হতে পারে পূর্ব বর্ধমানের চাঁদনি জলটুঙ্গি। যেমন বর্ষা মুখর প্রাকৃতিক দৃশ্য পাবেন এখানে, তেমনই রাজ-রাজাদের আমলের ইতিহাস মুগ্ধ করবে আপনাকে।

কাজের ফাঁকে একদিনের ছুটি আর তাতেই কোথাও ঘুরতে যাওয়ার মন করছে। পাহাড়, জঙ্গল, ঝরনা ঘুরে দেখা তো অনেক হল, এবার না হয় একদিন বিশ্রাম নেওয়াই হোক, সকালে উঠে সেজেগুজে দর্শনীয় স্থান দেখতে যাবার তাড়া থাকবে না যেখানে। যেখানে বেশ রাজকীয় পরিবেশে আয়েশ করে থাকা যাবে, ইতিহাসের কাহিনী হাতছানি দিয়ে ডাকবে।

এই বর্ষায় একদিনের ছুটিতে কলকাতার কাছাকাছি আপনার সেরা গন্তব্য হতে পারে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ব্লকের দিগনগর গ্রামে অবস্থিত চাঁদনি জলটুঙ্গি। যেমন বর্ষা মুখর প্রাকৃতিক দৃশ্য পাবেন এখানে, তেমনই রাজ-রাজাদের আমলের ইতিহাস মুগ্ধ করবে আপনাকে।

চাঁদনি জলটুঙ্গির স্থাপত্যশৈলী, প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব মিলে পূর্ব বর্ধমানের এখন উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। কলকাতা, হাওড়া, বাঁকুড়া সহ নানান জায়গা থেকে বহু মানুষ এখানে ঘুরতে আসেন।

চাঁদনি জলটুঙ্গির ইতিহাস

পূর্ব বর্ধমানের স্থাপত্যশৈলী চাঁদনি জলটুঙ্গি নির্মাণ করেছিলেন মহারাজা কীর্তিচাঁদ। রাজস্থানের 'হাওয়া মহল' থেকে অনুপ্রাণিত হয়ে নিজের স্ত্রী রাজরাজেশ্বরী দেবীর জন্য জলাশয়ের মাঝখানে যে অপূর্ব স্থাপত্যের নির্মাণ করেন। জলাশয়ের বুকে দন্ডায়মান স্থাপত্য আজও রাজা-রানীর এই রোমান্টিক ঐতিহ্য বহন করে আসছে।

থাকবেন কোথায়?

এখানেই থাকার জন্য রুম পেয়ে যাবেন। এসি এবং নন এসি দু ধরনেরই রুম পাওয়া যাবে, ২০০০ ও ২৫০০ টাকা করে। এছাড়াও সারাদিনের (চারবেলা) রাজকীয় খাওয়ার প্যাকেজ মেলে মাত্র ৭০০ টাকায়। রুম বুকিং এর জন্য যোগাযোগ করে নিতে পারেন (৯৭৪৮৪১১৮৭১) এই নম্বরে।

যাবেন কীভাবে?

কলকাতা থেকে মাত্র ১৩৬ কিমি দূরে অবস্থিত পূর্ব বর্ধমানের এই পর্যটন ক্ষেত্র চাঁদনি জলটুঙ্গি। গুসকরা থেকেও সহজেই পৌছে দিতে পারবেন আপনি। সাধারণ দর্শকদের জন্য সকাল ৭টা থেকে বেলা ১২ টা পর্যন্ত খোলা থাকে জায়গাটি।

কেয়ারটেকার সুমন মেটে জানান, "এখানে এলে পর্যটকদের ভাল লাগবে। কাছেই রয়েছে গুসকরা এয়ারফিল্ড, ডোকরা গ্রাম, কালিকাপুর রাজবাড়ি ও ভালকিমাচান"।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শীতের দিনে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কলকাতা থেকে একদিনে গিয়ে ঘুরে আসতে পারেন এই জায়গাগুলিতে
ভারতেই নরওয়ের মত জায়গার উপভোগ করুন আর শীতের ছুটি কাটিয়ে আসুন