বেড়াতে যাচ্ছেন? বাড়ির এই জায়গাগুলি পরিষ্কার না করে গেলেই ফিরে এসে বাড়বে পরিশ্রম

Published : Aug 14, 2025, 08:54 PM IST
Hotel room

সংক্ষিপ্ত

House Cleaning: লম্বা সফরে যাওয়ার আগে বাড়ির কিছু জায়গা খেয়াল করে অবশ্যই পরিষ্কার করে রেখে যেতে হবে। আসুন দেখে নিই কোন পাঁচ জায়গা পরিষ্কার করে রেখে যাওয়া জরুরি।

Cleanliness: লম্বা ছুটি পেয়েছেন বলে একটানা ৭-১০ দিনের জন্য বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? বেড়াতে যাওয়ার আগে নিজের প্রস্তুতি তো নিতেই হবে, তার সঙ্গে দরকার ঘর কিছুটা গুছিয়ে রেখে যাওয়া। বেড়াতে যাওয়ার আনন্দে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকটি নজর এড়িয়ে গেলে চলবে না। এতে ফিরে এসে কাজ বাড়বে। তাই লম্বা সফরে যাওয়ার আগে বাড়ির কিছু জায়গা খেয়াল করে অবশ্যই পরিষ্কার করে রেখে যেতে হবে। আসুন দেখে নিই কোন পাঁচ জায়গা পরিষ্কার করে রেখে যাওয়া জরুরি।

১। বর্জ্য ফেলার পাত্র

বেড়াতে যাওয়ার আগে বাড়ির সব বর্জ্য ফেলার পাত্র ভালো করে পরিষ্কার করে রেখে যেতে হবে। না হলে এতদিন ধরে ওই ময়লা পচে কটু গন্ধ, মাছি, এমনকী ব্যাকটেরিয়া ছড়াবে ঘরে। অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করবে বাড়িতে। আর আপনাদেরও সফর থেকে ফিরে এসে কাজ বাড়বে।

২। বিছানা

বেড়াতে যাওয়ার আগে উত্তেজনা বা তাড়াহুড়ায় বিছানার চাদর টানটান করে পেতে পরিষ্কার করে রেখে যাওয়ার কথা মনে থাকে না। অথচ এতদিন ঘর বাড়ি বন্ধ থাকায় বিছানার চাদরের উপর ধুলো জমতে পারে। তাই পাতা বিছানার উপর আরেকটি বড় চাদর দিয়ে ঢেকে দিতে হবে, যাতে ফিরে এসে কেবল উপরের চাদরটি তুলে ফেললেই পুরো বিছানা পরিপাটি ও পরিষ্কার মেলে। চাইলে ক্লান্ত হয়ে পরিস্কার বিছানায় গা এলিয়েও দিতে পারবেন।

৩। বসার জায়গা

বিছানার মতোই বসার জায়গা অর্থাৎ সোফা বা চেয়ার কাপড় বা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে যান। সফর থেকে ফিরে এলোমেলো অপরিষ্কার ঘর দেখতে ভালো লাগবে না। একইসঙ্গে পরিষ্কার না করে বিশ্রাম নিতে বসতেও পারবেন না, তাই আগে থেকে পরিষ্কার করে রেখে যাওয়াই ভালো।

৪। এঁটো বাসন

বেড়াতে যাওয়ার আগে তাড়াহুড়োসন না ধুয়ে রেখে গেলে তা থেকে রোগ জীবাণু ছড়াতে পারে মাছি, পোকা হতে পারে বাসনে। তাই এঁটো বাসন ধুয়ে কিছু দিয়ে ঢেকে রাখুন বা কাবার্ডে ভরে দিন। এতে আরশোলা বা পোকামাকড় হেঁটে বেড়াবে না বাসনের উপর।

৫। ফ্রিজ

ফ্রিজে রাখা সবজি, রান্না করা খাবার, কাঁচা মাছ মাংস - সবই নষ্ট হয়ে যেতে পারে দীর্ঘদিন ঠান্ডায় রেখে দিলে। ফিরে এসে আর সেগুলো খাওয়া যাবে না আর গন্ধ হবে ফ্রিজে। এমনকী দীর্ঘদিন ধরে ফ্রিজে রেখে দেওয়া জলও খাওয়া উচিত নয়। তাই নষ্ট না করে আগেই সব খাবার এবং জল খেয়ে ফেলুন অথবা আত্মীয়, প্রতিবেশীদের দিয়ে যান। দরকার পড়লে ফ্রিজ পরিষ্কার করে, খালি করে বন্ধ করে রেখে যান। এতে ফ্রিজ ভালো থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শীতের দিনে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কলকাতা থেকে একদিনে গিয়ে ঘুরে আসতে পারেন এই জায়গাগুলিতে
ভারতেই নরওয়ের মত জায়গার উপভোগ করুন আর শীতের ছুটি কাটিয়ে আসুন