কয়েক হাজার ফুট থেকে শূন্যে ঝাঁপ, দেবলীনা যেন পাখি! পুজোয় মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন দেবলীনা দত্ত। নেপালের পাহাড়ি পথে হারিয়ে গিয়েছিলেন কয়েক দিনের জন্য।
পুজোয় মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন দেবলীনা দত্ত। নেপালের পাহাড়ি পথে হারিয়ে গিয়েছিলেন কয়েক দিনের জন্য। সেখানেই কয়েক হাজার ফুট উপর থেকে শূন্যে ঝাঁপ। অভিনেত্রী যেন পাখি! ভয় ভুলে চুটিয়ে উপভোগ করেছেন ফ্রি ফল ডাইভিং। একই ভাবে তাঁকে দড়ির উপর দিয়ে হাঁটতেও দেখা গিয়েছে। এশিয়ানেট নিউজ বাংলার কাছে অভিনেত্রীর দাবি, ''আমি সত্যিই এখন পাখির মতো স্বাধীন। নিজের মতো করে নতুন স্মৃতি সঞ্চয় করছি।'' ফ্রি ফল ডাইভিং করে শংসাপত্রও পেয়েছেন তিনি।