বিদেশ ভ্রমণের সেরা ৫ ঠিকানা, ভারত থেকে এই ৫ জায়গায় যেতে সময় লাগে ৫ঘন্টারও কম
বিদেশ ভ্রমণে যেতে কে না চায়। তবে ভারতের থেকে একেবারে কাছে বেশ কিছু জায়গা রয়েছে। এই তালিকায় রয়েছে নেপাল, দুবাই, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড।
বিদেশ ভ্রমণে যেতে কে না চায়। তবে ভারতের থেকে একেবারে কাছে বেশ কিছু জায়গা রয়েছে। এই তালিকায় রয়েছে নেপাল, দুবাই, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড। নেপাল- নেপাল শুধুমাত্র ভারতের নিকটতম গন্তব্য নয়, এটি সবচেয়ে সস্তা আন্তর্জাতিক ভ্রমণগুলির মধ্যে একটি। বিমানে নেপালে যেতে সময় লাগে ২ ঘন্টা। পাহাড় এবং সবুজে ঘেরা নেপাল, যেখানে গেলেই মন ভালো হয়ে যাবে। দুবাই- ভারত থেকে বিমানে দুবাই যেতে সময় লাগে ৩ ঘন্টা ৩৫মিনিট। দুবাইয়ে দেখার মতো অনেক জায়গাই আছে। দুবাইয়ে রয়েছে বিলাসবহুল হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে ঘোরার নানান জায়গা। মালদ্বীপ- ভারত থেকে মালদ্বীপে যেতে সময় লাগে ৪ ঘন্টা, তবে কোথা থেকে যাচ্ছেন আৎ কীভাবে যাচ্ছেন তার ওপরেই সবটা নির্ভর করে। মালদ্বীপ সবার কাছেই একটা স্বপ্নের জায়গা বলাই বাহুল্য, চারপাশ নীল সমুদ্রে ঘেরা মালদ্বীপে যেতেই পারেন ছুটি কাটাতে। সিঙ্গাপুর- ভারত থেকে সিঙ্গাপুর যেতে সময় লাগে ৪ ঘন্টা ৩০ মিনিট, তাই আপনার ডেস্টিনেশন হতেই পারে সিঙ্গাপুর। কম বাজেটে বিদেশে যদি ঘুরতে যেতে চান তবে যেতেই পারেন সিঙ্গাপুরে, সাজানো গোছানে এই শহরে দেখার মতো অনেক কিছুই আছে। থাইল্যান্ড- ভারত থেকে থাইল্যান্ড যেতে সময় লাগে ৪ ঘন্টা। থাইল্যান্ডকে সর্বদাই পর্যটকদের হটস্পট বলা হয়। সাজানো গোছানো একটা জায়গা এই থাইল্যান্ড, এখানে ঘোরারও অনেক জায়গা রয়েছে।