ডেস্টিনেশন ওয়েডিং-এর সেরা ৫ ঠিকানা, যা কলকাতার খুব কাছে

ডেস্টিনেশন ওয়েডিং করতে অনেকেই চান, তবে সাধ থাকলেও অনেক সময়েই সাধ্যে কুলোয় না। কলকাতার কাছাকাছি এমন অনেক জায়গা রয়েছে যেখানে গিয়ে অনায়াসেই ডেস্টিনেশন ওয়েডিং করতেই পারেন।
 

Share this Video

ডেস্টিনেশন ওয়েডিং করতে অনেকেই চান, তবে সাধ থাকলেও অনেক সময়েই সাধ্যে কুলোয় না। কলকাতার কাছাকাছি এমন অনেক জায়গা রয়েছে যেখানে গিয়ে অনায়াসেই ডেস্টিনেশন ওয়েডিং করতেই পারেন। বাজেট একটু বেশি থাকলেই কলকাতার কাছকাছি এই জায়গায় গিয়ে বিয়ে সারতেই পারেন। বালি বাগিচা, হাওড়া- হাওড়ার বালি বাগিচা রাজবাড়িতেও নিজের বিয়েটা সারতেই পারেন। গঙ্গার ধারে এই রাজবাড়িতে বিয়ে সেরেছেন অনেক তারকাই। বৈদিক ভিলেজ- রাজারহাটে অবস্থিত বিলাসবহুল এই রিসর্টে অনেকেই ঘুরতে যান। ডেস্টিনেশন ওয়েডিং-এর জন্য বেছে নিতেই পারেন বৈদিক ভিলেজ। রায়চক ফোর্ট- দুর্গতে বিয়ে করার ইচ্ছা থাকলেও তা অনেক সময়েই সম্ভব হয়না। তবে কলকাতা থেকে ৫২ কিলোমিটার দূরে রায়চক ফোর্ট বেছে নিতেই পারেন। বাওয়ালি রাজবাড়ি- অনেকেই চান রাজকীয় ভাবে বিয়ে করতে, সেক্ষেত্রে এখানে বিয়ে করতেই পারেন। এখানেই বিয়ে করছিলেন রাজ-শুভশ্রীও। ফরচুন পার্ক পঞ্চবটি- ধর্মতলা থেকে মাত্র ২৫-এর দূরত্বে অবস্থিত এই রিসর্ট। আপনার ডেস্টিনেশন ওয়েডিংটা এখানেও অনায়াসেই সারতে পারেন।

Related Video