Top Hill Station Destinations: পাহাড়ে যেতে মন চাইছে? কোথায় যাবেন জানুন এক ক্লিকে

ঘুরতে যেতে কে না পছন্দ করে বলুন? উইকএন্ড হোক কিংবা লম্বা কোনও ছুটি সুযোগ পেলেই পায়ের তলায় যেন সর্ষে। ঘর থেকে বেরিয়ে পড়তে মন চাই। কিন্তু শুধু ঘর থেকে বেরলেই হবে না, কোথায় যাবেন যদি ঠিক না করতে পারেন। তাহলে সেরা ট্যুর ডেস্টিনেশনের খোঁজ দেব আমরা। পড়ুন

Moumita Poddar | Published : Mar 23, 2025 2:01 PM
110
সিমলা (Shimla Travel News)

অনেক দিন ধরেই ঘুরতে যেতে মন চাইছে? কিন্তু বুঝে উঠতে পারছেন না ঠিক কোথায় যাবেন? প্রকৃতির কাছাকাছি থেকে যদি অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে বেড়িয়ে আসুন সিমলা থেকে। হিল স্টেশনের রানী নামে পরিচিত, এটি বর্তমানে দেশ বিদেশের পর্যটকদের কাছে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

210
দার্জি্লিং (Darjeeling)

বাঙালির কাছে ঘরের পাশে সস্তায় ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা হল দার্জিলিং। গরমের ছুটিতে পরিবার নিয়ে হোক কিংবা প্রিয়জনের সঙ্গে উইকএন্ডে একটু কোয়ালিটি টাইম কাটানোর ইচ্ছে হলে টুক করে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের এই শৈল শহর থেকে। 

310
গ্যাংটক (Gangtok)

মনোরম দৃশ্য, বৌদ্ধ সংস্কৃতি এবং ট্রেকিং করার ইচ্ছা যদি থাকে তাহলে ঘুরে আসতে পারেন সিকিম থেকে। সিকিমের গ্যাংটক এখন বাঙালি তো বটেই দেশ-বিদেশের পর্যটকদেরও এর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, তুষারপাত দিয়ে আকৃষ্ট করছে। 

410
মুসৌরি (Mussoorie)

ছোটেবেলায় পাঠ্য বইতে পড়া উত্তরাখণ্ডের  দেরাদুন-মুসৌরিকে যদি একবার চাক্ষুস করতে চান, তাহলে দিব্যি ঘুরে আসতে পারেন এই রাজ্য থেকে। ট্রেন হোক কিংবা প্লেন আর  হাতে প্রচুর সময় থাকলে নিজেদের বাহনে করেই বেড়িয়ে আসতে পারেন মুসৌরি থেকে। এখানকার অপরূপ পাহাড়ি দৃশ্য আপনার মন ভালো করতে বাধ্য। 

510
উ-টি (Ooty)

বসন্তের শেষবেলায় যখন চড়ছে উষ্ণতার পারদ তখন দক্ষিণের এই পাহাড়ি রাজ্য থেকে ঘুরে আসতে পারেন আপনি। প্রিয়জনদের সঙ্গে ঘুরে  আসুন দক্ষিণ ভারতের তামিলনাড়ুর উ-টি থেকে। মে মাসে একসঙ্গে লক্ষাধিক ফুলে সেজে উঠবে দক্ষিণের এই পাহাড়ি এলাকা। ফুল, ফলের ঐতিহ্যবাহী প্রদর্শনী দেখা যাবে উটি-তে।

610
মানালি (Manali)

হিমালয়ের কোলে অবস্থিত মানালি হানিমুন হোক কিংবা এমনিই ঘুরতে যাওয়ার জন্য এককথায় অসাধারণ। এটি ট্রেকিং, স্কিইং এবং অন্যান্য অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ ট্রিপের স্মৃতি উপহার দেবে আপনাকে। যা মনে থাকবে সারাজীবন। 

710
ইদ্দুকি (Idduki)

ইদুক্কি হল কেরল রাজ্যের অন্যতম জনপ্রিয় ঘোরার জায়গা। ইদুক্কির চারদিক উঁচু গাছে ঘেরা। রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় যেন প্রকৃতি জড়িয়ে ধরে আদর করছে। এখানকার পাহাড়ের উপরে রয়েছে একটি ৬৫০ ফিট দীর্ঘ, ৫৫ ফিট উঁচু খিলান বাঁধ। বাঁধ এবং সবুজ প্রকৃতির সমাহার মন ভরিয়ে দেবে। এই সবুজ পাহাড়ি শৈলশহরটিতে অভয়ারণ্য, চা বাগান এবং পাহাড়ে ট্রেকিং সহ অনেক কিছু দেখার আছে। 

810
তাওয়াং (Tawang)

অরুণাচল প্রদেশের তাওয়াং শহরে  গেলে মনে হবে যেন তিব্বতে বেড়াতে এসেছেন। তাওয়াং মনাস্ট্রি, জশবন্ত গড়, জং জলপ্রপাত, সঙ্গেতসর হ্রদ, তাওয়াং ওয়ার মেমরিয়াল এখানকার প্রধান আকর্ষণ। আর শহরের প্রাকৃতিক সৌন্দর্যের তো কোনও তুলনাই হয় না। তাহলে আর ভাবছেন কী? যদি আপনার পরবর্তী ট্যুর ডেস্টিনেশন অরুণাচল প্রদেশ হয়, তাহলে একবার ঘুরে আসুন তাওয়াং থেকে। 

910
নাগালে (Na-Ga Le)

নাগালে উত্তর-পূর্ব ভারতের একটি সুন্দর হিল স্টেশন।  যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতি জন্য বিখ্যাত। একসঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য ও এখানকার সংস্কৃতি চাক্ষুস করতে চান তাহলে উত্তর-পূর্বের এই রাজ্য আপনার জন্য সেরা ঠিকানা। 

1010
যোশীমঠ (Joshimath)

যোশীমঠের একদিকে যেমন রয়েছে নিজস্বতা তেমনই এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। চার ধামের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রও বটে।  এটি ধর্মীয় পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। ধর্মকর্ম করতে চাইলে ঘুরে আসতে পারেন এখান থেকে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos