- Home
- Lifestyle
- Travel
- Travel: পকেটে টান, লাখ টাকারও কম খরচে ঘুরে আসুন বিদেশ থেকে! এক ক্লিকে জানুন সব তথ্য
Travel: পকেটে টান, লাখ টাকারও কম খরচে ঘুরে আসুন বিদেশ থেকে! এক ক্লিকে জানুন সব তথ্য
ঘুরতে যেতে কে না ভালোবাসে? কিন্তু ইচ্ছে থাকলেই সবসময় ঘুরে যাওয়া আর হয়ে ওঠে না। এদিকে পকেট বাধ সাধে। সব সময় দেশের মধ্যে ঘুরে, মাঝেমধ্যে মন চাই একটু বিদেশেরও হাওয়া খাওয়ার। কিন্তু আবার বিদেশ ভ্রমণ মানেই ৮-১০ লক্ষ টাকার ধাক্কা। এত বড় খরচ সামলানো তো চাট্
- FB
- TW
- Linkdin
)
প্রিয়জনের সঙ্গে ঘুরে আসুন থাইল্যান্ড (Thailand)
নীল জল, সবুজ পাহাড় দিয়ে ঘেরা অপূর্ব স্বপ্নের মতো দেশ থাইল্যান্ড (Thailand)। এশিয়ার এমন একটি দেশ যেখানে সারাবছরই পর্যটকদের আনাগোনা থাকে (Honeymoon Destination)। বিশেষ করে সদ্য বিবাহিত যুগলদের। হানিমুন হোক কিংবা শুধুই কোয়ালিটি টাইম স্পেন্ট করতে যাওয়ার অন্যতম প্রিয় জায়গা হল থাইল্যান্ড (Thailand)। রোমাঞ্চকর রাইড থেকে শুরু করে রোম্যান্টিক থাকার জায়গা সবই পেয়ে যাবেন। তবে মজার বিষয় হল যে, আপনাকে এখানে খুব বেশি টাকা খরচ করতে হবে না। এটি আপনার বাজেট ফ্রেন্ডলি ট্যুরই হবে।
মালদ্বীপ (Maldives)
ভারতীয় হোক কিংবা অন্য কোনও দেশের নাগরিক। মোস্ট পপুলার ট্রাভেল লিস্টের মধ্যে এখন ভ্রমণ প্রেমিদের কাছে সবথেকে বেশি পছন্দের ডেস্টিনেশন হল মালদ্বীপ। বলিউড-টলিউডের তারকা থেকে শুরু করে নব দম্পতি। মনের মানুষের সঙ্গে একান্তে সময় কাটাতে এখন অনেকেই বেছে নিচ্ছেন মালদ্বীপকে। এখানে ঘুরতে গেলে মাথাপিছু খরচ পড়বে দেড় লাখ থেকে তিন লাখের মধ্যে।
শ্রীলঙ্কা (Sreelanka)
ভারতের এই পড়শি রাষ্ট্রও কম সুন্দর নয়! রাজনৈতিক টানাপোড়েনে ঝামেলা এড়াতে অনেকেই শ্রীলঙ্কায় বেড়াতে যাওয়ার ব্যাপারে এড়িয়ে যায়। তবে পকেট ফ্রেন্ডলি বিদেশ হল শ্রীলঙ্কা (Sri Lanka)। গত কয়েক বছরে শ্রীলঙ্কা ভ্রমণের প্রবণতা বাড়ছে। সাংস্কৃতিক ঐতিহ্য, দুর্দান্ত প্রাকৃতিক দৃশ্য সঙ্গে ভারত মহাসাগরের নৈসর্গিক সৌন্দর্য। এই দেশে যাওয়ার বিমান ভাড়াও অনেক কম। সাথ দেবে আপনার পকেটের সঙ্গে.
সা--পা (Sapa)
সাপা ভিয়েতনামের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি পাহাড়ি শহর, যা চিন সীমান্তের কাছে অবস্থিত। এখানে রয়েছে জলপ্রপাত, উপত্যকা এবং চূড়ার মনোমুগ্ধকর দৃশ্য। হানিমুন হোক কিংবা প্রিয়জনের সঙ্গে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন ভিয়েতনামের এই জায়গা থেকে।।
হোই আন (Hoi An)
হোই আন হল ভিয়েতনামের একটি মনোমুগ্ধকর শহর। সমুদ্র ঘেরা এই শহরেও রয়েছে প্রচুর দর্শনীয় স্থান। ভিয়েতনামে ঘুরতে গেলে এইসব জায়গাগুলোও একদমই মিস করা উচিত নয়।
ইন্দোনেশিয়া (Indonesia)
বিদেশ ভ্রমণের জন্য সেরা জায়গা হতে পারে ইন্দোনেশিয়া । তাছাড়া ভারতীয়দের ভিসা নিয়েও এদেশে কোনও সমস্যা নেই। আর প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়েও এশিয়ার বিভিন্ন জায়গাকে হার মানাবে ইন্দোনেশিয়া। একটু হিসেব করে খরচ করলেই অনায়াাসেই সাধ্যের মধ্যেই ঘুরে আসতে পারবেন এই দেশ থেকে।
দুবাই (Dubai)
দুবাইয়ের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মরু শহরের ছবি। কিন্তু দুবাই মানে শুধুই মরুভূমি নয়। বুর্জ খলিফা থেকে শুরু করে ডিজনি ল্যান্ড। দিন দিন পর্যটকদের আকৃষ্ট করছে দুবাই। এখানে বিশ্বের উঁচু ইমারত থেকে শুরু করে মরুভূমির মাঝে সঙ্গীর সঙ্গে সময় কাটানো সবই পাবেন। এছাড়াও সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন মনের মানুষের সঙ্গে।
কাজাখাস্তান (Kazakhstan)
কাজাখাস্তান হল এশিয়া মহাদেশের বৃহত্তম স্থলবেষ্টিত একটি দেশ। এই দেশে ভ্রমণে গেলে আপনি একসঙ্গে অনেক রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়ায কাজাখাস্তান যাওয়ার বিমান ভাড়া অনেক কম। এই দেশে ঘুরতে যাওয়ার জন্য ভিসা পেতেও সমস্যা হয় না ভারতীয়দের।
মালয়েশিয়া (Malaysia)
মালয়েশিয়া হল দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ। সাত থেকে ১০ দিনের জন্য ঘুরতে যেতে হলে অভূতপূর্ব সুন্দর এই দেশ থেকে বেড়িয়ে আসতে পারেন আপনি। এখানে এক সপ্তাহে বিলাসবহুল ভ্রমণ করতে মাথা পিছু খরচ হবে ৭০,০০০ টাকা। দেশের প্রাকৃতিক সৌন্দর্য্যও অসাধারণ।
কাম্বোডিয়া (Cambodia)
কম্বোডিয়া হল দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোচীন উপদ্বীপের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি দেশ। বড় বড় মন্দির এবং ইমারতে ভরা কম্বোডিয়াতে সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। এই দেশের বেশিরভাগ খাবারই ঘরোয়া। এর স্বাদ অতুলনীয়। সাত দিন ছয় রাত কম্বোডিয়ায় থাকতে গেলে খরচ হতে পারে মাথাপিছু ৭৫,০০০ টাকা। ফলে এই বাজেটের মধ্যে আপনি প্রিয়জনকে নিয়ে বিদেশে যেতে চান, তাহলে চোখ বুজে ঘুরে আসুন কম্বোডিয়া থেকে।