
Travel Tips: পুজো এলো বলে, এখন থেকেই ছুটির পরিকল্পনা শুরু। পুজোর লম্বা ছুটিতে কোথায় ঘুরতে যাওয়া হবে, কীভাবে যাবেন, কোথায় থাকবেন - এই সবই এখন আড্ডার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্ল্যান করে টিকিট কাটছেন এখনও অনেকেই। তবে ভিড় ঠেলে সেই "দি-পু-দা" আর যেতে ইচ্ছে করে না।
যারা পুজোয় কলকাতার ভিড় ছেড়ে একটু শান্তি খোঁজে প্রকৃতির কোলে, তাদের জন্য আজকের এই প্রতিবেদনে রইলো উত্তরবঙ্গের কিছু অফবিট জায়গার খোঁজ। কম খরচে এক্কেবারে পাহাড়ি পরিবেশে প্রকৃতির কাছাকাছি থাকা যাবে এখানে।
১। কোলবং
দার্জিলিং জেলার এক শান্ত পাহাড়ি গ্রাম কোলবং। গোটা গ্রাম জুড়ে রয়েছে অসংখ্য ছোট ছোট চা বাগান। আপনার হোমস্টের জানালা খুলে বাইরে তাকালেই হাতছানি দেয় কাঞ্চনজঙ্ঘা, মেঘে ঢাকা পাহাড় আর সূর্যের আলোয় ঝলমল করে ওঠা পর্বতশৃঙ্গ।
শিলিগুড়ি থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত কোলবং। এখানে যেতে হলে এনজেপি থেকে প্রাইভেট গাড়ি বুক করে আসতে হবে। থাকার জন্য পাবেন কিছু হোমস্টে বা রিসোর্ট, তবে আগে থেকে বুকিং করে আসাই ভালো।
২। বারমেক
কালিম্পংয়ের ছোট্ট পাহাড়ি গ্রাম বারমেক। এখানে যেতে এনজিপি স্টেশনের কাছ থেকে প্রাইভেট গাড়ি বুক করে যেতে পারেন বারমেক, অথবা বিমানে আসলে বাগডোগরা থেকেও গাড়ি ভাড়া করার বন্দোবস্ত রয়েছে। আপনার হোটেল বা হোমস্টের ঘরে বসেই ঠান্ডা পাহাড়ি বাতাস আপনার মন শান্ত করবে। কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য আপনার চোখ জুড়াতে বাধ্য।
৩। দারাগাঁও
কালিংপং-এরই আরেকটি জায়গা দারাগাঁও। রামধুলার পরপরই আসে এই দারাগাঁও। এখান থেকে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের আশেপাশের পাহাড়গুলিও চাক্ষুষ করা যায়। এখানকার পাহাড়ি সৌন্দর্যে নিমেষেই কাটিয়ে দেওয়া যায় দু-তিন দিন।
৪। গুড়দুম
মানভঞ্জন থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট গ্রাম গুড়দুম। সময় সময় কুয়াশা ভরা পাহাড়, যৌবনের মাঝে পাখির কলতান ভরা পাহাড়ি সৌন্দর্য আপনাকে শহরের কোলাহলে ফিরতে দেবে না। এখানে গেলে আপনি টুমলিং, টোংলু, ধোত্রর মতো জায়গাগুলিও ঘুরে দেখে নিতে পারবেন।
এখানে যাওয়ার জন্য শিলিগুড়ি থেকে প্রথমে সুখিয়া পোখরি হয়ে মানভঞ্জন চলে যান। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন গুড়দুম।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।