শুক্রবার স্বাধীনতা দিবস। ১৫ অগাস্ট। তার ওপর হাতে রয়েছে শনি-রবিবারের ছুটি। ফলে অফিসে যদি আপনি বৃহস্পতিবারের ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে হাতে একেবারে চারদিনের ছুটি। সপ্তাহান্তে মনমেজাজ ভালো রাখতে প্রিয়জনের সঙ্গে চুটিয়ে ঘুরে আসতে পারেন বাড়ির কাছে রবিঠাকুরের স্মৃতিঘেরা বোলপুর শান্তিনিকেতন থেকে। বীরভূমের এই জনপ্রিয় স্থান ঘোরার জন্য তিনদিনই যথেষ্ট। আর হাতে একদিন সময় নিয়ে বাড়ি ফিরে নিতে পারেন রেস্ট। তারপর সোমবার থেকে আবার অফিস। তাহলে আর দেরী কেন? এখনই হোটেল বুক করে, ট্রেনের টিকিট কেটে বেরিয়ে পড়ুন শান্তিনিকেতন। মাত্র চার-পাঁচ ঘন্টাতেই পৌঁছে যান রবিঠাকুরের এই জেলায়।