প্রকৃতির কোলে উপভোগ করুন স্বাধীনতা দিবসের ছুটি, পকেট ফ্রেন্ডলি বাজেটে সপ্তাহান্তে ঘুরে আসুন এই জায়গাগুলো থেকে

Published : Aug 11, 2025, 03:25 PM IST

Popular Tourist Spot: সামনেই স্বাধীনতা দিবস। আর এবছর ১৫ অগাস্ট শুক্রবার। ফলে সপ্তাহান্তে একেবারে লম্বা ছুটি। অফিসে বৃহস্পতিবারের ছুটিটা ম্যানেজ করতে পারলেই হাতে চারদিন সময়। নিজেকে রিফ্রেশ রাখততে  বাড়ির কাছাকাছি ঘুরে আসুন এই জায়গাগুলি থেকে। 

PREV
15
শান্তিনিকেতন

শুক্রবার স্বাধীনতা দিবস। ১৫ অগাস্ট। তার ওপর হাতে রয়েছে শনি-রবিবারের ছুটি। ফলে অফিসে যদি আপনি বৃহস্পতিবারের ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে হাতে একেবারে চারদিনের ছুটি। সপ্তাহান্তে মনমেজাজ ভালো রাখতে প্রিয়জনের সঙ্গে চুটিয়ে ঘুরে আসতে পারেন বাড়ির কাছে রবিঠাকুরের স্মৃতিঘেরা বোলপুর শান্তিনিকেতন থেকে। বীরভূমের এই জনপ্রিয় স্থান ঘোরার জন্য তিনদিনই যথেষ্ট। আর হাতে একদিন সময় নিয়ে বাড়ি ফিরে নিতে পারেন রেস্ট। তারপর সোমবার থেকে আবার অফিস। তাহলে আর দেরী কেন? এখনই হোটেল বুক করে, ট্রেনের টিকিট কেটে বেরিয়ে পড়ুন শান্তিনিকেতন। মাত্র চার-পাঁচ ঘন্টাতেই পৌঁছে যান রবিঠাকুরের এই জেলায়।  

25
বিষ্ণুপুর

সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসতে পারেন বাঁকুড়ার এই প্রাচীনতম শহর থেকে। চাক্ষুস করতে পারেন মল্লরাজাদের পুরনো স্থাপত্য সমস্ত কিছু। এককথায় আপনি যদি পশ্চিমবঙ্গের  মন্দিরনগরীতে ঘুরতে যেতে চান তাহলে সপ্তাহান্তে পরিবারকে নিয়ে বেরিয়ে পড়তে পারেন বাঁকুড়ার উদ্দেশে।  নিজের গাড়ি থাকলে তো কোনও কথাই নেই। আর যদি ট্রেনে যেতে হয় তাহলে হাওড়া থেকে ট্রেনে চাপলেই বিষ্ণুপুর। প্রথমে বাঁকু়ড়ার শুষনিয়া পাহাড়, মুকুটমণিপুর এইগুলো ঘুরে ফেরার পথে ঢুঁ মারতে পারেন বিষ্ণুপুরে। তিন-চারদিনের ছুটিতেই বাজেটের মধ্যেই ঘুরে আসতে পারেন মন ভালো করা এই জায়গা থেকে। 

35
ঘাটশিলা

সস্তায় তিন-চারদিনের ছুটিতে যদি একটু প্রকৃতির কাছাকাছি থাকতে চান তাহলে চোখ বন্ধ করে ঘুরে আসতে পারেন ঘাটশিলা থেকে। ঝাড়খন্ডের এই জায়গা বর্তমানে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। পাহাড়ে ঘেরা ঝর্ণা থেকে শুরু করে হ্রদ সমস্ত কিছুই পাবেন ঘাটশিলাতে। এছাড়াও মনোরম পরিবেশে শহরের কোলাহল থেকে দূরে প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে চাইলে স্বাধীনতা দিবসের ছুটিতেই বেড়াতে যেতে পারেন ঘাটশিলা। কলকাতা স্টেশন থেকেই ঝাড়খন্ডগামী দূরপাল্লার ট্রেনের টিকিট কেটে উঠে পড়লেই কেল্লাফতে। পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে পেয়েও যাবেন হোটেল। তবে যাওয়ার আগে অবশ্যই হোটেল বুক করে বাড়ি থেকে বেরবেন। 

45
পুরুলিয়া

কলকাতার কাছাকাছি সস্তায় উইকেন্ডে ভ্রমণের আরও একটি ভালো ঠিকানা হল পুরুলিয়া। এই সপ্তাহান্তে প্রিয়জনের সঙ্গে প্রকৃতির কাছাকাছি থাকতে চাইলে ঘুরে আসতে পারেন বাড়ির কাছে অযোধ্যা পাহাড়, ঝর্ণা আর ড্যামে ঘেরা এই জায়গা থেকে। পকেটের সাধ্যের মধ্যেই নিভৃতে সময় কাটানোর জন্য শহর থেকে কাছাকাছি খুব ভালো একটি টুরিস্ট ডেস্টিনেশন হল পুরুলিয়া। তাহলে আর দেরী কেন? আজই কেটে ফেলুন ট্রেনের টিকিট। স্বাধীনতা দিবসের ছুটিতে প্রকৃতির কোলে উদযাপন করুন স্বাধীনতার স্বাদ। 

55
মন্দারমণি

আর আপনি যদি সমুদ্র ভালোবাসেন তাহলে কলকাতার কাছাকাছি খুব সস্তায় ঘুরে আসতে পারেন মন্দারমণি থেকে। বর্ষায় সমুদ্রের উতলারূপ চাক্ষুস করতে চাইলে সপ্তাহান্তে আপনার গন্তব্য হোক কলকাতার পাশের জেলা পূর্ব মেদিনীপুর। আর মন্দারমণি যাওয়া এখন আরও সহজ। রাজ্য সরকারের তরফে চালু চলেছে একাধিক রুটে বাস পরিষেবা। ফলে মাত্র ৩০০ থেকে ৪০০ টাকার টিকিট কেটেই চলে যেতে পারেন মন্দারমণি। তারপর  মনপসন্দ হোটেল বা রিসর্ট বুক করে নিশ্চিন্তে কাটাতে পারেন উইকএন্ড। 

Read more Photos on
click me!

Recommended Stories