
Bhutan Tourism: সোমবার থেকে রোমাঞ্চকর পথে দু’টি বাস চলাচল শুরু করেছে। একটি বাস বিকেল চারটেয় জয়গাঁ থেকে ছেড়ে কলকাতার ধর্মতলায় পৌঁছেছে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ। অন্য বাসটি সোমবার ধর্মতলা থেকে ছেড়ে মঙ্গলবার সকালে ভুটানের দুয়ার জয়গাঁ শহরে পৌঁছে দিয়েছে যাত্রীদের। ওই যাত্রা পথে রয়েছে জলদাপাড়া, বীরপাড়া, নাগরাকাটা, চালসা, লাটাগুড়ি, ময়নাগুড়ি। এরপর শিলিগুড়ি বাইপাস নৌকা ঘাট হয়ে কলকাতার উদ্দেশ্যে চলে যাওয়া। কলকাতা থেকে সরাসরি বাস পরিষেবা চালু হওয়ায় পর্যটকদের জন্য সুখবর, যা জয়গাঁ (ভুটান সীমান্ত)-এর মাধ্যমে ভুটান এবং ডুয়ার্স যাওয়া আরও সহজ করে তুলেছে। অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত ভলভো বাসগুলি স্লিপার এবং বায়ো টয়লেট যুক্ত, যা যাতায়াতকে আরামদায়ক করে তোলে। এই নতুন পরিষেবাটি বিশেষ করে ট্রেনের টিকিট না পাওয়া পর্যটকদের জন্য দারুণ সুবিধা দেবে এবং জয়গাঁ পৌঁছে গেলেই ভুটানের ফুন্টসলিং শহরে প্রবেশ করা যায়।
পর্যটকদের সুবিধার্থে নতুন কিছু স্টপেজ সংযোগ করা হবে বলেও জানা গিয়েছে। ৩৬ আসনের বাস। জয়গাঁ থেকে কলকাতার ভাড়া ২ হাজার টাকা। সমস্ত টিকিট অনলাইন বুকিংয়ে মিলবে। এখন নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি জংশন থেকে বাড়তি খরচ করে ভাড়াগাড়িতে ডুয়ার্স অথবা ভুটানে আসতে হবে না। শিলিগুড়ির নৌকাঘাট মোড়ে দাঁড়ালেই এই বাস পেয়ে যাবেন পর্যটকরা। বাসেই মিলবে খাবার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।