পোষ্যকে সঙ্গে নিয়ে বেড়াতে যেতে চাইছেন? এই ৩ জায়গা থেকে ঘুরে আসতে পারেন

Published : Oct 09, 2025, 11:13 PM IST
Pet Dogs

সংক্ষিপ্ত

Travel Destination: অনেকেই ট্রেনে-বাসে পোষ্যকে সঙ্গে নিয়ে বেড়াতে যান। কিন্তু পোষ্যকে সঙ্গে নিয়ে সব জায়গায় যাওয়া যায় না। তবে ভারতের এমন কয়েকটি জায়গা আছে যেখানে সহজেই পোষ্যকে নিয়ে বেড়াতে যাওয়া যায়।

Travel with pets: আপনি কি বেড়াতে যেতে খুব ভালোবাসেন? কাজের ফাঁকে সময় পেলেই ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়েন? কিন্তু অনেক সময়ই দেখা যায়, বাড়িতে থাকা পোষ্যটিকে রেখে অনেকেই বেড়াতে যেতে পারেন না। তাদের কোনও ক্রেশে রেখে যেতে হয়। আবার বেড়াতে গিয়েও মনটা পড়ে থাকে পোষ্যর কাছেই। সে খাচ্ছে কিনা, ঠিকঠাক রয়েছে কিনা, সে সম্পর্কে একটা চিন্তা থেকেই যায়। দেশের কোন কোন প্রান্তে পোষ্যদের নিয়ে অনায়াসেই বেড়াতে যেতে পারবেন, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। পোষ্যকে নিয়ে বেড়াতে যাওয়ার কিছু বাধ্যবাধকতা রয়েছে। তাছাড়া পোষ্যকে নিয়ে সব জায়গায় যাওয়াও যায় না। আবহাওয়া হলো অন্যতম বাধা। তবে এমন অনেক জায়গা আছে যেগুলি পেট-ফ্রেন্ডলি হতে পারে। 

আসুন দেখা যাক কোন কোন জায়গা আপনার আদরের পোষ্যর জন্য মনোরম হতে পারে-

গোয়া:

সমুদ্রের নোনা হাওয়া আর মনোরম পরিবেশে পোষ্যের কোনও সমস্যা হওয়ার কথা নয়। পোষ্যদের নিয়ে ছুটি কাটানোর উপযুক্ত পরিবেশ। গোয়া এমনিতে বেশ জনবহুল জায়গা। তবে গোয়ায় কিছু বিচ আছে, যেগুলিতে তুলনায় কম ভিড়। তেমন কোনও একটি বিচে পোষ্যকে নিয়ে যেতেই পারেন। ফাঁকা জায়গা পেলে পোষ্যেও খেলাধুলো করতে পারবে। গোয়ার কিছু রেস্তোঁরা, ক্যাফেও পেট ফ্রেন্ডলি।

লোনাভালা:

পোষ্যকে নিয়ে খুব বেশি দূরে যেতে না চাইলে মহারাষ্ট্রের কাছে লোনাভালায় ঘুরে আসতে পারেন। লোনাভালার আবহাওয়া ভীষণ স্বস্তিদায়ক। পোষ্যের একটুও কষ্ট হবে না। পাহাড়, জলপ্রপাত নিয়ে সাজানো এক জায়গা। চারিদিকে সবুজের সমাহার। এখানে কিছু অ্যাডভেঞ্চারাস স্পোর্টসও রয়েছে। তবে পোষ্যকে নিয়ে সেসব না করাই ভালো।

মানালি:

পাহাড় ভালোবাসেন? তা হলে পোষ্যকে সঙ্গে নিয়ে চলে যেতে পারেন মানালি। ঠান্ডা বলে ভয় পাওয়ার কিছু নেই। মানালির পরিবেশ বেশ শান্ত। মানালিতে এমন অনেক গ্রাম আছে, যেগুলি বেশ নির্জন এবং নিরিবিলি। কোলাহল কম থাকলে পোষ্যর বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। এ ছাড়া মানালিতে প্যারাগ্লাইডিং, ক্যানয়নিংয়ের মতো নানা রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শীতকালে বাচ্চাদের ঘুরতে নিয়ে যেতে পারেন এই কয়টি জায়গায়, রইল সেরা ভ্রমণের ঠিকানা
আন্তর্জাতিক ড্রাইভিং পারমিটের জন্য কীভাবে আবেদন করবেন?