Travel news: পাহাড় থেকে সমুদ্র বা সবুজে ঘেরা জঙ্গল, শীতের ছুটিতে ঘুরে আসুন কেরালার এই ৬ জায়গা থেকে

শীতের মরশুমে হালকা ছুটির আমেজ নিতে বেড়ায়ে যাবেন ভাবছেন? পাহাড় সমুদ্রের সঙ্গে অপার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে দক্ষিন ভারতের থেকে ভালো জায়গা আর কীই বা হতে পারে।  তবে কোন কোন জায়গায় যাবেন? কী দেখবেন? জেনে নিন।

Ishanee Dhar | Published : Nov 28, 2023 11:25 AM IST
16
মুন্নার

পশ্চিমঘাট পর্বতের কোলে রয়েছে সবুজে ঘেরা এই হিল স্টেশন। চারিদিকে চা-বাগানে ঘেরা অপার প্রাকৃতিক ঐশ্বর্যের সমাহার এই মুন্নার।

26
আলাপ্পুরা

পশ্চিমের ভেনিস নামে খ্যাত এই জায়গা আলাপ্পুরা মূলত এর বিস্তৃর্ণ ঝিল ও অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এছাড়াও ঝিলের উপর লাইভ বোটে থাকার ব্যবস্থাও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের জায়গা।

36
ওয়ান্নাদ

চারিদিক পাহারে ঘেরা এই জায়গাও কেরালার পর্যটনের এক অবিচ্ছেদ্য অংশ। এখানকার মশলার বাগান, এদাক্কাল গুহা, বানাসুরা সাগর ধাম বিশেষভাবে নজরকাড়ে।

46
কোচি

এই বন্দর শহরে আপনি যেমন একদিকে সমুদ্রের সৌন্দর্য পাবেন তেমনই সঙ্গে নানা ঐতিহাসিক নিদর্শনেরও সাক্ষী থাকতে পারবেন। এর মধ্যে ইহুদিদের শহর, নানা কলোনিয়াল স্থাপত্য-সহ একাধিক জিনিস।

56
পেরিয়ার জাতীয় উদ্দ্যান ও বন্যপ্রাণ সংরক্ষণ

ঠেকরি পাহাড়ের কোলে অবস্থিত এই অসামান্য সৌন্দর্যের অধিকারি এই জাতীয় উদ্দ্যান এখানকার ফ্লোরা ও ফনার জন্য বিখ্যাত।

66
কোভালাম

সমুদ্রে ঘেরা এই সৈকত শহর এখানকার সোনালী বালি ও স্বচ্ছ নীল জলের জন্য বিখ্যাত।

Share this Photo Gallery
click me!

Latest Videos