সরস্বতী পুজোর লম্বা ছুটিতে ঘুরে আসতে পারেন এই জায়গাগুলি থেকে, রইল ভ্রমণের সেরা টিপস

Published : Jan 12, 2026, 07:26 PM IST

WB Travel Tips: সামনেই বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো। তার উপর লম্বা উইকএন্ড। ভাবছেন কোথাও বেড়িয়ে আসবেন? আবার বেশি দূরেও যেতে মন চাইছে না? তাহলে ঘরের কাছে বেড়িয়ে আসুন এই জায়গাগুলি থেকে। রইল বিশদ টিপস। দেখুন ফটো গ্যালারিতে…

PREV
15
দার্জিলিং ভ্রমণের পরিকল্পনা

এই বছর সরস্বতী পুজো পড়েছে ২৩ জানুয়ারি শুক্রবার। তার উপর লম্বা উইকএন্ড। ফলে প্রিয়জনকে নিয়ে দিন তিন-চারেক একান্তে সময় কাটাতে চাইলে বাড়ির কাছে ঘুরে আসতেই পারেন দার্জিলিং থেকে। পাহাড়, চা-বাগান, আর শান্ত পরিবেশে মনের মানুষকে নিয়ে একান্তে সময় কাটানোর সেরা ঠিকানা। এখানে আপনি ঘুরে দেখতে পারেন- মল রোড, চা-বাগান টাইগার হিল, বাতাসিয়া লুপ, জু, জাপানিজ পিস প্যাগোডা। 

25
কালিম্পঙ

এছাড়াও আপনার যদি দার্জিলিঙয়ের কোলাহল থেকে দূরে কোথাও নিরিবিলি শান্ত পরিবেশে সময় কাটাতে মন চাই তাহলে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের কালিম্পঙ জেলা থেকে। এখানে পর্যটকদের জন্য অপরূপ পাহাড়ের সৌন্দর্যের পাশাপাশি রয়েছে দেখার জন্য প্রকৃতি, বন, লাভা–লোলেগাঁও, ডেলো, ক্যাকটাস নার্সারি প্রভৃতি জায়গা। 

35
দীঘা-মন্দারমণি

এছাড়াও আপনি যদি স্বল্প দূরত্বের মধ্যে কোথাও ঘুরতে যেতে চান তাহলে বাড়ির কাছে দীঘা-মন্দারমণি থেকে বেড়িয়ে আসতে পারেন। দীঘায় এখন নতুন জগন্নাথ মন্দির হয়েছে সেটাও দেখে আসতে পারবেন। একইসঙ্গে সমুদ্র সৈকতে প্রিয়জনের সঙ্গে একান্তে সময়ও কাটাতে পারবেন। 

45
পুরুলিয়া ভ্রমণের টিপস

ভিড় এড়িয়ে প্রকৃতি ও পাহাড় ঘুরতে চাইলে মাত্র তিন-চার দিনের ট্যুর প্লানে ঘুরে আসতে পারেন পুরুলিয়া জেলা থেকে। ঠান্ডায় জবুথবু পুরুলিয়ায় যাওয়ার আগে তাপমাত্রা দেখে তবেই পা বাড়াবেন। এখানে আপনি দেখতে পারেন- অযোধ্যা পাহাড়, টুরগা জলপ্রপাত। বামনি ফলস, কান্দরা ড্যাম লোকাল গ্রাম ও সূর্যাস্ত। 

55
সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা

রয়্যাল বেঙ্গল টাইগার ট্র্যাক, ম্যানগ্রোভ বন। এছাড়াও দেখতে পারেন জঙ্গল সাফারি, নদী ভ্রমণ, লোকাল গ্রাম। তাহলে আর দেরি কেন? এখনই ঝটপট গুছিয়ে ফেলুন ব্যাগ। ঘুরে আসুন সুন্দরবন। 

Read more Photos on
click me!

Recommended Stories