এই বছর সরস্বতী পুজো পড়েছে ২৩ জানুয়ারি শুক্রবার। তার উপর লম্বা উইকএন্ড। ফলে প্রিয়জনকে নিয়ে দিন তিন-চারেক একান্তে সময় কাটাতে চাইলে বাড়ির কাছে ঘুরে আসতেই পারেন দার্জিলিং থেকে। পাহাড়, চা-বাগান, আর শান্ত পরিবেশে মনের মানুষকে নিয়ে একান্তে সময় কাটানোর সেরা ঠিকানা। এখানে আপনি ঘুরে দেখতে পারেন- মল রোড, চা-বাগান টাইগার হিল, বাতাসিয়া লুপ, জু, জাপানিজ পিস প্যাগোডা।