- Home
- Lifestyle
- Fashion and Beauty
- বিয়ের আগে রূপচর্চায় মেনে চলুন এই টিপসগুলি, ত্বকের জেল্লা বাড়বে ভিতর থেকে
বিয়ের আগে রূপচর্চায় মেনে চলুন এই টিপসগুলি, ত্বকের জেল্লা বাড়বে ভিতর থেকে
Bridal Skin care Tips: সামনেই বিয়ের মরশুম। আর বিয়ে মানেই ত্বকের উপর মেকাপের অত্যাচার। তবে আগে থেকেই যদি একটু ত্বকের যত্ন নিতে পারেন তাহলে কিন্তু বিয়ের দিনও ত্বক থাকবে একেবারে ভিতর থেকে উজ্জ্বল। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

বিয়ের মরশুমে ত্বকের যত্ন
বিয়ের সময় অন্তত একমাস আগে থেকে ত্বকের বিশেষ যত্ন নেওয়া ভীষণ জরুরি। না হলে বিশেষ দিনে ত্বক একেবারে রুক্ষ হয়ে পড়বে। কমবে উজ্জ্বলতা। ফলে বিয়ের আগে নিয়ম করে করুন রূপচর্চা। প্রতিদিন ত্বকের যত্ন নেওয়ার জন্য দিনের একটা সময় নির্দিষ্ট করুন। এবং ফলো করুন স্বাস্থ্যসম্মত ভাবে রূপচর্চা করার।
রূপচর্চায় অ্যালোভেরা জেল
রূপচর্চায় অ্যালোভেরা জেল ত্বকের আর্দ্রতা ধরে রাখে, উজ্জ্বলতা বাড়ায়, ব্রণ ও দাগ কমায়, এবং বয়সের ছাপ প্রতিরোধে সাহায্য করে। এটি একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার, যা ত্বককে নরম ও মসৃণ রাখে, প্রদাহ কমায় এবং ত্বককে সুস্থ করতে সাহায্য করে। এটি মেকআপের বেস হিসেবে, সানস্ক্রিনের বিকল্প হিসেবে এবং চুলের যত্নেও ব্যবহার করা যায়। ফলে বিয়ের আগে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে হাতে ভালো করে অ্যালোভেরা জেল লাগিয়ে ম্যাসাজ করে নিতে পারেন।
প্রচুর পরিমাণে শাকসবজি টাটকা ফল খান
শুধুমাত্র ত্বকের যত্নে এটা-ওটা ব্যবহার করলেই রূপ খুলবে না। বরং ত্বক যাতে ভিতর থেকে গ্লো করে তার জন্য বিয়ের অন্তত একমাস আগে থেকে নিয়ম করে প্রতিদিন প্রচুর পরিমাণে শাকসবজি, সবুজ জাতীয় সবজি এবং প্রতিদিন একটা করে টাটকা ফল খেতে পারেন। এছাড়াও এই সময়ে ত্বক ভালো রাখতে দিনে চার থেকে পাঁচ লিটার জল খাওয়া জরুরি।
টক দই দিয়ে রূপচর্চা
টক দই রূপচর্চায় দারুণ উপকারি। কারণ এতে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে প্রাকৃতিকভাবে এক্সফোলিয়েট করে। ময়েশ্চারাইজ করে এবং উজ্জ্বলতা বাড়ায়। যা ব্রণ, দাগ ও রোদে পোড়া ভাব কমাতে সাহায্য করে; এটি মধু, বেসন, অলিভ অয়েল বা লেবুর রসের সাথে মিশিয়ে ফেস প্যাক, ময়েশ্চারাইজার বা টোনার হিসেবে ব্যবহার করা যায়, ত্বককে নরম ও কোমল রাখতেও এর জুড়ি নেই। বিয়ের আগে ত্বকের যত্নে নিয়মিত ব্যবহার করতে পারেন টকদই।
রূপচর্চায় বেসন ও হলুদ
রূপচর্চায় বেসন ও হলুদ যুগলের ব্যবহার ত্বক পরিষ্কার, উজ্জ্বল, দাগমুক্ত ও সতেজ রাখতে দারুণ কার্যকর। বেসন মৃত কোষ দূর করে ও তেল শুষে নেয়, আর হলুদ অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণে ব্রণ ও কালো দাগ কমাতে সাহায্য করে, যা দুধ, টকদই, লেবুর রস বা গোলাপ জলের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করলে ত্বকের তারুণ্য ও ঔজ্জ্বল্য বাড়ে।

