পুজোয় শহরের কোলাহল থেকে দূরে যেতে মন চাইছে? প্রিয়জনের সঙ্গে ঘুরে আসতে পারেন এই জায়গাগুলি থেকে

Published : Sep 21, 2025, 01:00 PM IST
durga puja 2024 CM Mamata Banerjee honored at Kashi Bose Lane bsm

সংক্ষিপ্ত

Travel Guide Tips: পুজোয় ৫টা দিন কলকাতায় কিভাবে ঘুরবেন বা ওই পাঁচটা দিন কাছে পিঠে কোথাও বাইরে থেকে ঘুরে আসবেন বুঝে পাচ্ছেন না তো!তাহলে দেখুন কিভাবে প্ল্যান করবেন। জানুন বিস্তারিত… 

Travel Guide Tips: আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের শুরু। পুজো আসছে এই অনুভূতিটাই এক দুমাস আগে থেকে শুরু হয়ে যায়। কারণ আমাদের তখন পুজোর নানারকম প্ল্যানিং শুরু করতে হয়। তখন থেকেই আমরা প্ল্যানিং করতে থাকি যে পুজোয় কীকরে সময় কাটাবো। 

কেনাকাটা বাজার হাট পুজোর দু-তিন মাস আগে থেকেই আমরা মোটামুটি শুরু করে দিই। পুজোর সময় যে কটা দিন ছুটি পাওয়া যায় সেই সময়টা ভালো করে আনন্দে কাটাবো বলে অনেকেই ছোটখাটো টুর ট্রাভেল প্ল্যান করে ফেলি আমরা। কখনো বা প্ল্যান করি বন্ধু-বান্ধবের সাথে গোটা পুজোর পাঁচটা দিন কিভাবে কলকাতায় আমরা ঠাকুর দেখব। আসুন সেই ভাবেই একটু ছোটখাটো একটু আইডিয়া করে নেয়া যাক কিভাবে আমরা পুজোর সময় কাটাতে পারি।

কীভাবে দুর্গাপুজোয় ঘুরতে যাওয়ার প্ল্যান সাজাবেন?

দুর্গাপুজো ট্রাভেল প্ল্যানিং করার জন্য আপনাকে প্রথমে ঠিক করতে হবে আপনি প্যান্ডেল হপিং করতে চান নাকি দূরে কোথাও ঘুরতে যেতে চান। প্যান্ডেল হপিং চান তাহলে এর জন্য একটি পরিকল্পনা করুন আগে থেকে।

কলকাতার কাছাকাছি জায়গাগুলি বিবেচনা করুন।

আর যদি মন ছুটে যেতে চায় শহর থেকে কটাদিন বাইরের দিকে, তাহলে পাহাড়ি স্টেশন, সমুদ্র সৈকত, বা ঐতিহাসিক স্থানগুলি আপনার পছন্দের ওপর নির্ভর করে বেছে নিতে পারেন।

বাজেট এবং ভ্রমণের উদ্দেশ্য ঠিক করে আপনার পরিকল্পনা অনুযায়ী থাকার জায়গা ও যাতায়াত ব্যবস্থা আগে থেকে বুক করে ফেলুন। তবে খুব বেশি দেরি করলে ট্রেনের বুকিং টা পাবেন না। সেক্ষেত্রে আপনাকে আপনাদের নিজস্ব গাড়ি বা তা নাহলে গাড়ি বুক করেই ট্রাভেল করতে হবে।

কলকাতায় যদি পুজোর পাঁচটা দিন ঠাকুর দেখতে চান প্যান্ডেল হপিং করতে চান তাহলে সবার আগে প্যান্ডেল হপিং এর জন্য পরিকল্পনা করুন। ঠিক কিভাবে কোথা থেকে শুরু করবেন কখন শুরু করবেন এবং কোথায় গিয়ে শেষ করবেন সেই প্ল্যানিংটা আপনার আগে করে নিতে হবে।

* রুট ঠিক করুন:

কলকাতা বা আপনার নিজের শহরের বিভিন্ন প্যান্ডেল ঘুরে দেখার জন্য একটি নির্দিষ্ট রুট তৈরি করুন।

* পরিবহন ব্যবস্থা:

প্যান্ডেলগুলির মধ্যে ঘোরার জন্য পাবলিক ট্রান্সপোর্ট বা ট্যাক্সি ব্যবহার করার কথা ভাবতে পারেন।

* রাস্তার খাবার:

প্যান্ডেল ঘোরার ফাঁকে বিভিন্ন ধরনের সুস্বাদু রাস্তার খাবার উপভোগ করতে পারেন।

* পরিবারের সঙ্গে সময় কাটানো:

অনেক মানুষ এই সময় পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটাতে পছন্দ করেন।

এটা তো রইলো কলকাতার মধ্যে। এবার যদি আপনি কলকাতার বাইরে পুজোর কটা দিন কাটাতে চান তাহলে সেক্ষেত্রে প্রথমেই দূরে ঘুরতে যাওয়ার জন্য একটা পরিকল্পনা করে নিন।

* পাহাড়ি স্টেশন:

কুর্গ, চিকমাগালুর বা দার্জিলিং-এর মতো পাহাড়ি স্টেশনগুলিতে যেতে পারেন।

* সমুদ্র সৈকত:

গোকর্ণ, পুরী বা গোয়ার মতো সমুদ্র সৈকতগুলিতে ছুটি কাটাতে পারেন।

* ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থান:

মহীশূর বা ব্যাঙ্গালোরের ঐতিহাসিক স্থান, অথবা জঙ্গলমহলের মতো প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত অঞ্চলে যেতে পারেন।

* ভ্রমণ সংস্থার সাহায্য:

বিভিন্ন ভ্রমণ সংস্থা পুজোর সময় বিশেষ প্যাকেজ দিয়ে থাকে, বিভিন্ন রকম ছাড় দেন তারা। যার মাধ্যমে আপনি সহজেই দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যে ঘুরে আসতে পারেন।

আগে থেকে বুকিং:

আপনার বাজেট অনুযায়ী দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্য নির্বাচন করুন। পুজোর সময় প্রচুর পর্যটক বাইরে ঘুরতে যান, তাই হোটেল, ট্রেন বা বিমান টিকিট আগে থেকে বুক করে রাখা ভালো। না হলে শেষ মুহূর্তে বুকিং না পাওয়ার একটা চান্স থেকে যায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারতের ৬টি অনবদ্য জলপ্রপাত
শীতকালে বাচ্চাদের ঘুরতে নিয়ে যেতে পারেন এই কয়টি জায়গায়, রইল সেরা ভ্রমণের ঠিকানা