ট্যান দূর হবে অ্যাপেল সিডার ভিনিগারের গুণে, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন

সামান্য রোদে বের হলেই ত্বকে কালো প্যাচ পড়ে যায়। যতই সানস্ক্রিন লাগান কিংবা মুখ ঢেকে বের হন, ট্যানের সমস্যা দেখা দেবেই। এই সমস্যা দূর করতে অনেকেই নিয়মিত অ্যান্টি ট্যান ফেসিয়াল করে থাকেন। ব্যবহার করেন বিভিন্ন প্যাক। তবে এবার মেনে চলুন ঘরোয়া টোটকা। অল্প খরচে দূর করুন ট্যান। ট্যান তুলতে লাগাতে পারে অ্যাপেল সিডার ভিনিগার।

গরমে ট্যানের সমস্যায় ভুক্তভোগী অনেকে। সামান্য রোদে বের হলেই ত্বকে কালো প্যাচ পড়ে যায়। যতই সানস্ক্রিন লাগান কিংবা মুখ ঢেকে বের হন, ট্যানের সমস্যা দেখা দেবেই। এই সমস্যা দূর করতে অনেকেই নিয়মিত অ্যান্টি ট্যান ফেসিয়াল করে থাকেন। ব্যবহার করেন বিভিন্ন প্যাক। তবে এবার মেনে চলুন ঘরোয়া টোটকা। অল্প খরচে দূর করুন ট্যান। ট্যান তুলতে লাগাতে পারে অ্যাপেল সিডার ভিনিগার। 
একটি পাত্রে জল নিয়ে সম পরিমাণ অ্যাপেল সিডার ভিনিগার মেশান। এবার তা তুলোয় করে পুরো মুখে ও হাতে লাগান। যেখানে যেখানে ট্যান পড়েছে সেখানে লাগাবেন। শুকিয়ে যেতে দিন। তারপর মুখ ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে ট্যান দূর হবে। এতে ত্বকের সমস্যা দূর হবে। 

স্নানের সময় অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করতে পারেন। স্নানের জলে ১ ছিপি অ্যাপেল সিডার ভিনিগার ফেলে দিন। এই জলে স্নান করে নিন। এতে ত্বকের ট্যান দূর হবে। অ্যাপেল সিডার ভিনিগার ট্যান দূর করতে বেশ উপকারী। 

স্প্রে হিসেবে ব্যবহার করতে পারেন অ্যাপেল সিডার ভিনিগার। একটি পাত্রে সম পরিমাণ জল ও অ্যাপেল সিডার ভিনিগার নিন। এই জল মুখে ও হাতে স্প্রে করুন। এতে ত্বকের ট্যান তো দূর হবেই। সঙ্গে ত্বকের সকল সংক্রমণ দূর হবে। 

অ্যাপেল সিডার ভিনিগার ছাড়াও শসা ব্যবহার করতে পারেন ট্যান তুলতে।  শসা কেটে গ্রেট করে নিন। এবার সেই রস তুলোয় করে মুখে লাগান। এতে ট্যান দূর হবে। অথবা দুধের সঙ্গে এই শসার মিশিয়ে নিন। এই মিশ্রণ ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ট্যান দূর করতে এই প্যাক বেশ উপকারী। দুধের সঙ্গে পাতিলেবুর রসও মিশিয়ে লাগাতে পারেন। দুধের সঙ্গে এই পাতিলেবুর রস মিশিয়ে নিন। এটি মুখে লাগান। এই মিশ্রণ ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ট্যান দূর করতে এই প্যাক বেশ উপকারী। তাছাড়া, সরাসরি পাতিলেবুর রসও লাগাতে পারেন। একটি পাত্রে পাতিলেবুর রসের সঙ্গে সামান্য জল মিশিয়ে নিন। এই মিশ্রণ তুলোয় করে ত্বকে লাগান। কিছুক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে নিন। এতে ট্যান দূর হবে। সে যাই হোক, ট্যান দূর হবে অ্যাপেল সিডার ভিনিগার লাগাতে পারেন। অ্যাপেল সিডার ভিনিগারের গুণে ত্বকের ট্যান দূর হবে।

আরও পড়ুন- মাত্র ৫০ টাকারও কম বিনিয়োগ করে হয়ে যেতে পারেন কোটিপতি, কীভাবে জানুন

Latest Videos

আরও পড়ুন- সরু ঠোঁটে লিপস্টিক লাগাতে গিয়ে সমস্যায় পড়ছেন? মেনে চলুন সহজ এই পদ্ধতি

আরও পড়ুন- ‘বিয়ে ঠিক হয়েছে, পালাতে সাহায্য করো’, ১০ টাকার নোটে বিশালকে বার্তা কুসুমের
    
 

Share this article
click me!

Latest Videos

ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়! এবার পুলিশের জালে দিনহাটার এক শিক্ষক, দেখুন | Bengal Tab Scam
'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC
'উল্টো ধুয়ে সোজা করব' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba