ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে চলে কঠিন কসরত। কখনও দামি প্রোডাক্ট (Products) ব্যবহার তো কখনও ঘরোয়া টোটকার প্যাক। তবে, যে কোনও প্যাক ব্যবহার করলেই হবে না। ত্বকের সমস্যা বুঝে সঠিক প্যাক লাগান। বলিরেখা থেকে ব্রণ দূর করতে ব্যবহার করুন কলার ফেসপ্যাক, জেনে নিন কীভাবে বানাবেন।
ব্রণ (Acne), বলিরেখার (Wrinkle), শুষ্ক ত্বক অথবা কালো ছোপের সমস্যা নাজেহাল অনেকেই। এই সমস্যা থেকে মুক্তি পেতে চলে কঠিন কসরত। কখনও দামি প্রোডাক্ট (Products) ব্যবহার তো কখনও ঘরোয়া টোটকার প্যাক। তবে, যে কোনও প্যাক ব্যবহার করলেই হবে না। ত্বকের সমস্যা বুঝে সঠিক প্যাক লাগান। বলিরেখা থেকে ব্রণ দূর করতে ব্যবহার করুন কলার ফেসপ্যাক, জেনে নিন কীভাবে বানাবেন।
কলা ও মধুর প্যাক
প্রথমে অর্ধেক কলা (Banana) নিয়ে ভালো করে চটকে নিন। এবার তার সঙ্গে মেশান ১ চা চামচ মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। প্যাকটি মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে জলে ধুয়ে নিন। কলা ও মধুর (Honey) গুণে ত্বক উজ্জ্বল হবে। সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করতে পারেন কলা ও মধুর প্যাক।
কলা ও লেবুর রস
নানা কারণে অনেকের ত্বকেই কালো দাগ পড়ে যায়। মুখের এই কালো দাগ দূর হবে কলার গুণে। অর্ধেক কলা নিয়ে ভালো করে চটকে নিন। এবার তার সঙ্গে মেশান ২ চা চামচ লেবুর রস (Lemon)। সঙ্গে মেশান ১ চা চামচ মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। কলা, মধু ও লেবুর রস দিয়ে তৈরি এই প্যাক মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এই প্যাকের গুণে মুখে কালো ছোপ দূর হবে। এই প্যাক কনুইয়েও লাগাতে পারেন। অনেকেরই কোনুইয়ে কালো ছোপ থাকে। যা এই প্যাকের গুণে দূর হবে।
কলা ও দইয়ের প্যাক
অর্ধেক কলা নিয়ে ভালো করে চটকে নিন। এবার তার সঙ্গে মেশান ১ চা চামচ টক দই (Yogurt)। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এই প্যাক নিয়মিত ব্যবহারে বলিরেখা দূর হবে। এই প্যাকে লেবুর রস মেশাতে পারেন। এতে একদিকে যেন বলিরেখা দূর হবে, তেমনই ত্বক উজ্জ্বল হবে।
কলা ও হলুদের প্যাক
কলা ও হলুদের তৈরি প্যাক বানাতে পারেন। হলুদ বেটে নিন। অন্য দিকে কলা চটকে নিন। কলার সঙ্গে মেশান কাঁচা হলুদ বাটা (Turmeric)। মিশ্রণটি মুখ, গলা ও হাতে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। যাদের ব্রণর সমস্যা আছে তারা এই প্যাক ব্যবহার করতে পারেন। এই প্যাকের গুণে ব্রণ (Acne) যেমন দূর হবে তেমনই ত্বক উজ্জ্বল হবে। সপ্তাহে ২ দিন অন্তত এই প্যাক লাগান।
আরও পড়ুন: ত্বকের একগুচ্ছ সমস্যা সমাধানে বেছে নিন টক দই, রইল কয়টি প্যাকের হদিশ