চুল মজবুত করতে মেনে চলুন এই পাঁচ টোটকা, ঘরোয়া উপায় চুলের যত্ন নিন

চুল পড়া বন্ধ করতে হলে, প্রয়োজন সঠিক যত্নের। এক্ষেত্রে, শুধু দামি দামি প্রোডাক্ট (Product) ব্যবহার করে লাভ নেই। চুল মজবুত করতে মেনে চলুন ঘরোয়া টোটকা (Home Remedies)। এই পাঁচটি উপকরণের সাহায্যে চুল মজবুত হবে। জেনে নিন কী কী।   

চুল পড়ার (Hair Fall) সমস্যায় নাজেহাল প্রায় সকলে। এই চুল পড়ার প্রধান কারণ হল দুর্বল চুল। অস্থাস্থ্যকর জীবনযাত্রা, বংশগত কারণ আর মূলত যত্নের অভাবে চুল পড়ে। চুল পড়া বন্ধ করতে হলে, প্রয়োজন সঠিক যত্নের। এক্ষেত্রে, শুধু দামি দামি প্রোডাক্ট (Product) ব্যবহার করে লাভ নেই। চুল মজবুত করতে মেনে চলুন ঘরোয়া টোটকা (Home Remedies)। এই পাঁচটি উপকরণের সাহায্যে চুল মজবুত হবে। জেনে নিন কী কী।   

আমলকি 
আমলকি তুলের জন্য খুবই উপযুক্ত। ২ থেকে ৩টি আমলকি (Amla) সেদ্ধ করে নিন। এবার তা চটকে বীজ বের করুন। ভালো করে চটকে নিন। খুশকির সমস্যা থাকলে এর সঙ্গে মেশাতে পারেন পাতিলেবুর রস। এবার এই মিশ্রণটি মাথায় লাগান। ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। চুল পড়ার সমস্যা সমাধান হবে আমলিকর গুণে। এতে বেশ কিছু উপকারী উপাদান থাকে। সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন আমলকি। 

Latest Videos

পেঁয়াজে
পেঁয়াজের রস মাথায় মাখতে পারেন। পেঁয়াজ (Onion) ঘষে রস বের করে নিন। এই রস তুলোয় করে স্ক্যাল্পে লাগান। এবার ১৫ থেকে ২০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু নিন। সপ্তাহে দুদিন লাগাতে পারেন পেঁয়াজের রস। পেঁয়াজের রস ব্যবহারে চুল পড়া যেম কমবে, তেমনই নতুন চুল গজাবে।  

ক্যাস্টর অয়েল
ক্যাস্টর অয়েল (Castor Oil) চুলের জন্য বেশ উপকারী। সপ্তাহে দুদিন লাগান ক্যাস্টর অয়েল লাগান। একটি পাত্রে ক্যাস্টর অয়েল নিয়ে তার সঙ্গে মেশান নারকেল তেল। মিশ্রণটি চুলে লাগান। ১৫ মিনিট রেখেল শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু দিন ব্যবহার করুন ক্যাস্টর অয়েল। এতে চুল মজবুত হবে। সঙ্গে নতুন চুল গজাবে। 

ডিম
ডিম চুলের জন্য বেশ উপকারী। দইয়ের সঙ্গে ডিমের (Egg) হলুদ নিয়ে ফেটিয়ে নিন। এটি চুলে লাগান। সপ্তাহে ১ দিন এই প্যাক লাগান। চুল পড়ার সমস্যা দূর হবে। চুল মজবুত হবে। সঙ্গে চুল নরম হবে ডিম ও দইয়ের গুণে।  

গ্রিন টি
গ্রিন টি (Green Tea) খেলে চুল পড়ার সমস্যা দূর হবে। প্রতিদিন চার বার গ্রিন টি খান। এতে চুল পড়ার সমস্যা দূর হবে। নিয়মিত গ্রিন টি খান।  তার সঙ্গে চুলে লাগান গ্রিন টি। ১ কাপ জলে কয়েকটি গ্রিন টি-র পাতা দিয়ে ফুটিয়ে নিন। এই লিকার ঠান্ডা করে তুলোয় করে স্ক্যাল্পে লাগান। ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ৩ দিন ব্যবহার করতে পারে গ্রিন টি। 

আরও পড়ুন: পা ফোলার সমস্যা থাকলে তবে এই ঘরোয়া প্রতিকারগুলি ব্যবহার করে দেখুন

আরও পড়ুন: যৌনতা নিয়ে বিতর্ক মন্তব্য পুতিনের, সমালোচনার তোয়াক্কা না করে গ্রুপ সেক্সকে সমর্থন রাশিয়ার প্রধানের

আরও পড়ুন: বয়ঃসন্ধির সময় দেখা দেয় নানান সমস্যা, এই কয়টি বিষয় সতর্ক থাকুন, জেনে নিন কী কী

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন