ভ্যালেন্টাইন্স ডে-র আগে ত্বকে আনুন গোলাপি আভা, মেনে চলুন এই কয়টি টিপস

Published : Feb 12, 2022, 08:23 PM ISTUpdated : Feb 12, 2022, 08:27 PM IST
ভ্যালেন্টাইন্স ডে-র আগে ত্বকে আনুন গোলাপি আভা, মেনে চলুন এই কয়টি টিপস

সংক্ষিপ্ত

ভ্যালেন্টাইন্স ডে-র প্রস্তুতি চলছে বহুদিন ধরে। চলছে রূপচর্চা। এই দিনে ত্বক যাতে উজ্জ্বল দেখায় তার জন্য বাজার চলতি প্রোডাক্টের ব্যবহারের সঙ্গে চলছে ঘরোয়া প্যাকের ব্যবহার। এবার ভ্যালেন্টাইন্স ডে-র (Valentines Day) আগে ত্বকে আনুন গোলাপি আভা। মেনে চলুন এই টোটকা।

চলছে ভ্যালেন্টাইন্স উইস। আর কদিন পরই ভ্যালেন্টাইন্স ডে। এই দিনের পরিকল্পনা ইতিমধ্যে হয়ে হিয়েছে। সারাদিনের প্ল্যান (Plan)। সিনেমা দেখা, লাঞ্চ ডেট, শপিং রয়েছে একের পর এক প্ল্যানিং। সারাটা দিন দুজনে কাটাবেন বলে স্থির করেছেন। আর তাই এই দিনের প্রস্তুতি চলছে বহুদিন ধরে। চলছে রূপচর্চা। এই দিনে ত্বক যাতে উজ্জ্বল দেখায় তার জন্য বাজার চলতি প্রোডাক্টের ব্যবহারের সঙ্গে চলছে ঘরোয়া প্যাকের ব্যবহার। এবার ভ্যালেন্টাইন্স ডে-র (Valentines Day) আগে ত্বকে আনুন গোলাপি আভা। মেনে চলুন এই টোটকা। 

নিয়মিত স্ক্রাবিং করুন। রোমকূপে জমে থাকা নোংরার জন্য ত্বক কালচে দেখায়। এই সময় ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন ঘরোয়া স্ক্রাবার (Scrubber)। হলুদ ও বেসন দিয়ে স্ক্রাবার বানাতে পারেন। একটি পাত্রে ১ চা চামচ বেসন নিন। তাতে মেশান কাঁচা হলুদ (Turmeric) বাটা। জল দিয়ে ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এই প্যাকের গুণে রোমকূপে জমে থাকা নোংরা দূর হবে। এই প্যাকে মেশানে পারেন চন্দন গুঁড়ো। চন্দন গুঁড়ো ব্যবহার করলে ত্বকে উজ্জ্বল হয় আর গোলাপি আভা দেখা দেবে।

মেথি ও গোলাপ জলের প্যাক। ১টি বাটিতে ১ চা চামচ মেথি (Methi) ভিজিয়ে রাখুন। সারা রাত ভিজিয়ে তা সকালে বেটে নিন। এর সঙ্গে মেশান গোলাপ জল (Rose Water)। ভালো করে মিশিয়ে পেস্ট বানান। এই প্যাক মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন এই প্যাক লাগালে মুখে গোলাপি আভা আসবে। 

টক দইয়ের প্যাক ব্যবহার করুন এই সময়। একটি পাত্রে দই (Yogurt) নিন। এবার তাতে মেশান পাতিলেবুর রস (Lemon)। ভালো করে মিশিয়ে প্যাক লাগান। এই মিশ্রণটি মুখে লাগান। এই প্যাকটি মুখে লাগান। সপ্তাহে ২ দিন এই প্যাক লাগান। দইয়ের থাকা উপকারী উপাদান ত্বক নরম হবে। সঙ্গে পাতিলেবু ত্বক উজ্জ্বল করবে। নিয়মিত এই প্যাক ব্যবহার করুন। 

মধু (Honey) ও গোলাপ জলের (Rose Water) প্যাক লাগান। একটি পাত্রে ১ চা চামচ মধু নিন। তার সঙ্গে মেশান গোলাপ জল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। প্যাকটি তুলোয় করে মুখের লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে নিন। প্যাক ব্যবহারে ত্বক উজ্জ্বল হবে। 

আরও পড়ুন: বলিরেখা থেকে ব্রণ দূর হবে কলার গুণে, জেনে নিন কীভাবে বানাবেন কলার ফেসপ্যাক

আরও পড়ুন: ত্বকের একগুচ্ছ সমস্যা সমাধানে বেছে নিন টক দই, রইল কয়টি প্যাকের হদিশ

আরও পড়ুন: ব্রণর সমস্যা সমাধান হবে ঘরোয়া উপায়, চটজলদি উপকার পেতে ব্যবহার করুন নিমপাতার এই তিন ফেসপ্যাক
 

PREV
click me!

Recommended Stories

ঝাঁ চকচকে অফিসে বসেও কাজ করতে আপনার ইচ্ছা নেই? তাহলে হতে পারে এই কারণগুলি
মদ্যপানেই স্বস্তি ও ফুরফুরে মন, জবাব পাওয়া যেতে পারে মানুষের পূর্বপুরুষের অভ্যেস বিবেচনায়