গরমে তেলতেলে ভাব ও ব্রণর সমস্যায় নাজেহাল থাকেন অনেকে। আবার অনেক ত্বক এই সময় অধিক শুষ্ক হয়ে যায়। এছাড়া, চুলকানির মতো সমস্যা তো আছেনই। সব মিলিয়ে পুরো গরমে দেখা দেয় নানা রকম সমস্যা। গরমে শুষ্ক ত্বকের যত্ন নিতে রইল কয়টি ঘরোয়া টোটকার হদিশ। গরম কালে শুষ্ক ত্বকে ব্যবহার করতে পারেন তুলসী পাতার তৈরি প্যাক। জেনে নিন কীভাবে তৈরি করবেন এই প্যাক।
গরম মানে ত্বকের হাজারও সমস্যা। এই সময় তেলতেলে ভাব ও ব্রণর সমস্যায় নাজেহাল থাকেন অনেকে। আবার অনেক ত্বক এই সময় অধিক শুষ্ক হয়ে যায়। এছাড়া, চুলকানির মতো সমস্যা তো আছেনই। সব মিলিয়ে পুরো গরমে দেখা দেয় নানা রকম সমস্যা। গরমে শুষ্ক ত্বকের যত্ন নিতে রইল কয়টি ঘরোয়া টোটকার হদিশ। গরম কালে শুষ্ক ত্বকে ব্যবহার করতে পারেন তুলসী পাতার তৈরি প্যাক। জেনে নিন কীভাবে তৈরি করবেন এই প্যাক।
মুলতানি মাটি, মধু, পাতিলেবুর রস ও তুলসী পাতা বেটে প্যাক বানাতে পারেন। প্রথমে তুলসী পাতা বেটে নিন। এবার তার সঙ্গে মেশান মুলতানি মাটি, মধু এবং পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাক সব ধরনের ত্বকের জন্য উপকারী। এতে ত্বকের সকল সমস্যা দূর হবে।
হলুদ, তুলসী পাতা, লেবুর রস দিয়ে প্যাক বানাতে পারেন। হলুদ ও তুলসী পাতা এর সঙ্গে মিয়ে বেটে নিন। তাতে মেশান পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাক তৈলাক্ত ত্বকের জন্য উপকারী। এতে ত্বকের সকল সমস্যা দূর হবে।
চন্দন বাটা, গোলাপ জল ও তুলসী পাতার রস দিয়ে প্যাক বানাতে পারেন। প্রথমে তুলসী পাতা বেটে রস বের করে নিন। সেই রসের সঙ্গে মেশান চন্দন বাটা, গোলাপ জল। এই প্যাক মুখে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে নিন। এই প্যাকের গুণে ত্বক উজ্জ্বল হবে। এভাবেই তুলসী পাতার সঙ্গে সহজ কয়টি উপাদান গিয়ে তৈরি করতে পারেন ফেসপ্যাক।
ত্বকের যত্ন নিতে চলে নানা রকম কসরত। কখনও প্যাক ব্যবহার, কখনও ব্যবহার করে থাকি মাস্ক। এই সবের সঙ্গে চলে নানা রকম প্রোডাক্টের ব্যবহার। এবার ত্বকের ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন তুলসীর প্যাক। এতে থাকা একাধিক উপাদান ত্বক উজ্জ্বল করে সঙ্গে ত্বকের সংক্রমণ দূর হবে। তাই তুলসী পাতার সঙ্গে সহজ কয়টি উপাদান গিয়ে তৈরি করতে পারেন এই সকল প্যাক। তুলসী পাতার গুণে ত্বক হবে উজ্জ্বল। সঙ্গে তুলসী পাতা খাওয়াও শরীরের জন্য উপকারী। কাশি, সর্দি, গলা খুসখুসের মতো সমস্যা দূর হয় তুলসী পাতা খেলে।
আরও পড়ুন- যারা কম্পিউটারে কাজ করেন তারা প্রতিদিন এই যোগা করুন, দৃষ্টি কখনই দুর্বল হবে না
আরও পড়ুন- ডায়াবেটিস রোগীদের আম খাওয়া কতটা নিরাপদ, জেনে নিন কতটা ভুল ধারনা ছিল এই বিষয়ে
আরও পড়ুন- এই ৫ কারণে অল্প বয়সেই চুল সাদা হয়ে যায়, জেনে নিন কীভাবে আবার চুল কালো করবেন