ঘরের দেওয়ালে কোন ছবি গুলি টাঙাবেন না, জেনে নিন বাস্তুর নিয়মগুলি

  • ঘরের দেওয়ালে যুদ্ধের কোনও ছবি না লাগানোই ভাল
  •  শিশুর কান্নার ছবি কখনোই ঘরের দেওয়ালে রাখবেন না 
  • হিংস্র কোনও প্রাণী  ছবি পরিবারের  মধ্যে ঝামেলা বাড়ায় 
  • ডুবন্ত জাহাজ বা নৌকার ছবি  ঘরের দেওয়ালে রাখবেন না  
  • ঝর্না বা বয়ে যাওয়া  জলের ছবি  থাকলে আর্থিক ক্ষতি হয়   


প্রত্যেকই নিজের বাড়ি সাজাবার জন্য ঘরের দেওয়ালে  অনেক রকম ছবি লাগান।কখনও আবার অনেকে প্লাস্টার অফ প্যারিসের মাধ্যমেও ছবির দৃশ্য তৈরি করেন।কিন্তু বাস্তুমতে এমন কিছু ছবি রয়েছে, যেগুলি ঘরের দেওয়ালে লাগালে নেঘেটিভ এনার্জির সঞ্চার হয় । এর ফলে  পরিবারের অমঙ্গল হয়। তাহলে জেনে নিন, কোন ছবিগুলি বাড়ির দেওয়ালে কখনওই রাখা উচিত নয়। 

১। যুদ্ধের ছবি- ঘরের দেওয়ালে যুদ্ধের কোনও ছবি না লাগানোই ভাল। এর ফলে পরিবারের অশান্তি  বাড়তে পারে। পৌরাণিক কোনও  যুদ্ধের দৃশ্যের ছবির ক্ষেত্রেও   বাস্তুর  একই নিয়ম প্রযোজ্য। 

Latest Videos

২। শিশুর কান্নার ছবি কখনোই ঘরের দেওয়ালে রাখবেন না । যেহেতু  শিশুরা সৌভাগ্যের প্রতীক। তাই তাদের হাসি-খুশি মুহূর্তের ছবি ঘরে রাখুন।  

৩।  হিংস্র কোনও প্রাণী বা জন্তুর ছবি ঘরের দেওয়ালে লাগালে বা এরকম কোনও শো-পিস ঘরে রাখলে পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলা বাড়ে। হিংসার সূত্রপাত হয়।

৪। ডুবতে থাকা জাহাজ বা নৌকার ছবি  ঘরের দেওয়ালে রাখবেন না। বাস্তুমতে নিজেরও ভাগ্যও ডুবে যেতে পারে।এমন ছবি বা শো-পিস ঘরে থাকলে পরিবারের সদস্যদের সম্পর্ক নষ্ট হয়। 

৫। ঝর্না বা বয়ে যাওয়া  জলের ছবি বাড়ির দেওয়ালে টাঙাবেন না। বাস্তু মতে,এই ধরনের ছবি  লাগালে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।ঝর্না বা বয়ে যাওয়া জলের ছবি ঘরে লাগালে পরিবারের অর্থ অপচয় হয়। তাই অবশ্যই এটি এড়িয়ে চলুন। 

Share this article
click me!

Latest Videos

বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল