অসাবধানতার 'মাশুল', মোরাম ফেলতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু চালকের

  • স্টেশন সম্প্রসারণ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা
  • ট্রাক্টরের চাকা পিষে দিল চালককেই 
  • ঘটনাস্থলেই মারা গেলেন তিনি
  • এলাকায় শোকের ছায়া

Asianet News Bangla | Published : Nov 19, 2020 4:04 PM IST

শাজাহান আলি, মেদিনীপুর: মর্মান্তিক! মোরাম ফেলতে গিয়ে নিজের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এক ব্যক্তির। দুর্ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের শালবনীর ভাদুতলা স্টেশন চত্বরে। 

আরও পড়ুন: বাড়ির চিলেকোঠায় বিরলপ্রজাতির পেঁচার বাসা, শোরগোল মুর্শিদাবাদে

মৃত ট্রাক্টর চালকের নাম সাগর। বাড়ি, পশ্চিম মেদিনীপুরেরই চন্দ্রকোনা রোডের আঁখছড়া এলাকায়। শালবনীর ভাদুতলা স্টেশনে রেলের আদ্রা ডিভিশনের অধীনে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে স্টেশনটি সম্প্রসারণের কাজ চলছে। ট্রাক্টরে করে মোরাম ফেলা হচ্ছে স্টেশনের আশেপাশে। বৃহস্পতিবার সকালে চারটি ট্রাক্টর এসেছিল। নিচু জায়গা থেকে স্টেশনে দিকে মোরাম নিয়ে যাওয়ার পথে ঘটে দুর্ঘটনা।

আরও পড়ুন: বাড়িতে বসেই গঙ্গাসাগর দর্শন, করোনা আবহে দর্শনার্থীদের জন্য স্বাস্থ্য-সুরক্ষা, উদ্যোগ রাজ্যের

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উঁচুর দিকে যাওয়া সময়ে অসাবধানতায় ট্রাক্টরের চাকা শূন্যে ওঠে যায়। এরপর আর গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি সাগর। চালকের আসন থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি এবং পিষ্ট হয়ে যায় নিজের ট্রাক্টরে চাকাতেই। এরপর অন্যন্য শ্রমিকরা প্রথমে শালবনী থানায়, ও পরে মৃতের বাড়িতে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শোকের ছায়া নেমেছে এলাকায়।

Share this article
click me!