মেদিনীপুর মেডিক্যালের নালায় মিলল কাটা মাথা, রোগীদের মধ্যে আতঙ্ক

Published : Nov 02, 2020, 11:35 AM IST
মেদিনীপুর মেডিক্যালের নালায় মিলল কাটা মাথা, রোগীদের মধ্যে আতঙ্ক

সংক্ষিপ্ত

হাসপাতাল চত্বর থেকে কাটা মাথা উদ্ধার নিকাশি নালায় পড়েছিল প্লাস্টিক মোড়া অবস্থায় কোথা থেকে এল এই কাটা মাথা? ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ

শাজাহান আলি, পশ্চিম মেদিনীপুর-হাসপাতাল সংলগ্ন বিল্ডিংয়ের নিকাশি নালা থেকে কাটা মাথা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। নিকাশী নালার মধ্যে প্লাস্টিক মোড়া অবস্থায় পড়ে ছিল কাটা মাথাটি। জুনিয়র ডাক্তারদের চোখে পড়লে পুলিশে খবর দেওয়া হয়। কিন্তু কীভাবে কাটা মাথা এই নিকাশী নালায় এল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন-সরকারি কাজে কাটমানি-কমিশনের হিসেব চেয়ে পড়ল পোস্টার, বর্ধমানের গলসিতে চাঞ্চল্য

ঘটনাটি ঘটেছে রবিবার রাত আটটা নাগাদ। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরনো এমারজেন্সি বিল্ডিং সংলগ্ন এলাকায় নিকাশী নালায় প্লাস্টিকে মোড়া কাটা মাথাটি দেখতে পান জুনিয়র ডাক্তাররা। তারপর খবর দেওয়া হয় হাসপাতাল কর্মীদের। কিন্তু কী কারণে এল এই কাটা মাথা। খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। 

আরও পড়ুন-পুরুলিয়ায় সফল মাটির সৃষ্টি প্রকল্প, মাঠে উৎপাদিত ফসল সরাসরি বাজারে

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। উদ্ধার হওয়া ওই কাটা মাথাটি হাসপাতালের অ্যানাটোমি বিভাগের হতে পারে। অর্থাৎ, মেদিনীপুর মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রীরা পরীক্ষা ও প্রশিক্ষণের জন্য যে সব দেহ ব্যবহার করা হয়। সেই দেহের অংশটি এটি হতে পারে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

PREV
click me!

Recommended Stories

সৌমিকদের গ্রেফতারি তাহলে কেন ছাড় প্যাটিস বিক্রেতাকে? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু
চিকেন প্যাটিস কাণ্ডে গ্রেফতার সৌমিক গোলদার, কী প্রতিক্রিয়া সুকান্তর?