রাশ উৎসবের সূচনায় 'জনসেবক' শুভেন্দু, এবার নিজের কেন্দ্রে পড়ল পোস্টার

Published : Nov 29, 2020, 09:48 PM ISTUpdated : Nov 29, 2020, 09:52 PM IST
রাশ উৎসবের সূচনায় 'জনসেবক' শুভেন্দু, এবার নিজের কেন্দ্রে পড়ল পোস্টার

সংক্ষিপ্ত

নিজের কেন্দ্রে সামাজিক কর্মসূচিতে শুভেন্দু রাশ উৎসবের সূচনা করবেন তিনি অরাজনৈতিক সভায় জিইয়ে রইল জল্পনা শুভেন্দুকে নিয়ে ক্রমশ বাড়ছে রহস্য

সদ্য মন্ত্রিত্ব ছেড়েছেন। নিজের গড় মহিষাদলে অরাজনৈতিক সভায় কোনও রাজনৈতিক মন্তব্য করেননি। নিজের রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করেননি শুভেন্দু। যদিও, এখনও পর্যন্ত সমাজসেবী শুভেন্দু অধিকারীর সম্পর্কে পড়ল পোস্টার। সোমবার সামাজিক কর্মসূচিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু। নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে রাশ উৎসবের সূচনা করবেন শুভেন্দু। সেখানে তাঁর নামাঙ্কিত সমাজসেবী পোস্টার পড়ল আবারও।

আরও পড়ুন-'চলুন মাস্টারমশাই, ঘুরি বাড়ি-বাড়ি', তৃণমূলের নয়া কর্মসূচির প্রচার শুরু মেদিনীপুরে

নামের পাশে লেখা নেই বিধায়ক, সদ্য মন্ত্রিত্ব ত্যাগ করা শুভেন্দু অধিকারী এখনও 'জনসেবক'। 'জনসেবক' নামেই বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে রাস উৎসবের শুভসূচনা করবেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী। নিজের বিধানসভা কেন্দ্রে এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকলেও, সেখানে নামের পাশে ব্যবহার করছেন না বিধায়ক পদ। শুভেন্দু অধিকারীর নামের সামনে লেখা আছে 'জনসেবক'। 

আরও পড়ুন-দল বদলের জল্পনা জিইয়ে রাখলেন শুভেন্দু, অরাজনৈতিক সভা থেকে মানুষের সেবার বার্তা দিলেন

এবার কি তাহলে এই নামেই সভা করবেন? শনিবার অরাজনৈতিক মঞ্চ থেকে মন্ত্রিত্ব ত্যাগ প্রসঙ্গে বিশেষ কিছু বলেননি শুভেন্দু অধিকারী। কাউকে সেই অর্থে আক্রমণ করতে দেখা যায়নি তাঁকে। নিজের বিধায়ক পদ ছাড়ছেন নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকবেন? সে বিষয়েও কোন কিছুই খোলসা করেননি প্রাক্তন পরিবহণমন্ত্রী। শুভেন্দু অধিকারী কোন পথে হাঁটবেন সে বিষয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে । 
 

PREV
click me!

Recommended Stories

আমি সব দিক থেকে বাঙালি হতে চাই: কেন এমন কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
'বাংলায় বাবরি মসজিদ হতে দেব না' উলুবেড়িয়া থেকে হুমায়ুনকে চরম বার্তা শুভেন্দুর