আগামী ২৩ মার্চ পাকিস্তানে প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষে রাজধানী ইসলামাবাদে চলছিল মহড়া। কিন্তু তার মাঝেই ঘটল বিপত্তি। বুধবার সকালে মহড়ায় অংশ নেওয়ার সময় ভেঙে পড়ল পাক বিমান বাহিনীর এফ-১৬ সিরিজের একটি যুদ্ধবিমান।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী, বিশ্বজুড়ে মৃত্যু ছাড়াল ৪ হাজারের গণ্ডী
ইসলামাবাদের পাহাড়ি শকরপরিয়ান এলাকায় বিধ্বস্ত হয় পাক বিমান বাহিনীর যুদ্ধ বিমানটি। যাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় উইং কমান্ডার নৌমান আকরামের। দুর্ঘটনাস্থলের কাছেই রয়েছে একাধিক মিউজিয়াম, গলফ ক্লাব এবং জিন্নাহ স্টেডিয়াম।
দুর্ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত করতে একটি কমিটি গঠন করেছে পাক বিমান বাহিনী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যাচ্ছে নিকটবর্তী বহুতলগুলি থেকে বাঁক নেওয়ার চেষ্টার সময় সেটি মাটির দিকে নেমে যাচ্ছে। আর সেটি থেকে আকাশের দিকে কুণ্ডলী পাঁকানো ধোঁয়া বের হয়ে আসছে। গত মাসেও পাকিস্তানে প্রশিক্ষণের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছিল।
আরও পড়ুন: প্রেমিক ফাঁস করে দিয়েছে অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও, লাজে গলায় ফাঁস দিল ষোড়শী
পাকিস্তানের সামরিক অস্ত্রাগারে সবচেয়ে মূল্যবান যুদ্ধবিমানগুলির মধ্যে অন্যতম এফ-১৬। দেশটিতে ৫০টিরও বেশি আধুনিক এই যুদ্ধবিমান রয়েছে। আমেরিকায় তৈরি বিমানগুলির দাম প্রায় চল্লিশ মিনিয়ন ডলারের মত।