ফের ভুল পদক্ষেপ, ছাত্র-যুবদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করে ভারতের হাতে অস্ত্র দিল পাকিস্তান

Published : Sep 16, 2019, 08:35 PM IST
ফের ভুল পদক্ষেপ, ছাত্র-যুবদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করে ভারতের হাতে অস্ত্র দিল পাকিস্তান

সংক্ষিপ্ত

গত শুক্রবার পাক অধিকৃত কাশ্মীরে সভা করেন ইমরান খান। সেখানে তাঁর বিরুদ্ধে স্লোগান দেন একদল ছাত্র-যুব। তাঁদের বিরদ্ধে পুলিশে অভিযোগ করা হল। এতে করে অবশ্য ভারতের দাবিই মান্যতা পেল।

গত শুক্রবারই পাক অধিকৃত কাশ্মীরের রাজধানি মুজফ্ফরাবাদে সভা করেছেন ইমরান খান। আর সেই সভাতেই ইমরান খানের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন পাক অধিকৃত কাশ্মীরের একদল ছাত্র-যুব। এবার তাঁদের বিরদ্ধে মামলা করল ইমরান খান প্রশাসন। সংশ্লিষ্ট মহল মনে করছে, এতে করে ভারতের হাতেই অস্ত্র তুলে দিল পাকিস্তান।

ভারত সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর থেকেই পাকিস্তান কাশ্মীরিদের উপর ভারতীয় সেনাবাহিনী অত্যাচার করছে বলে অভিযোগ করে আসছে। ভারত পাল্টা অভিযোগ করেছিল পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের নিয়ে। বলেছিল, এই স্থানে ইমরান খানের সঙ্গে সুরে সুর লে না যাদের, তাদের উপর দমন নীতি প্রয়োগ করা হয়। এই ঘটনায় ভারতের সেই দাবিই মান্যতা পেল বলে মনে করা হচ্ছে।

গত শুক্রবার মুজফ্ফরাবাদে কাশ্মীর সংহতি ঘন্টা পালনের ডাক দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী। কিন্তু, অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা তাতে সাড়া দেননি বলেই জানা গিয়েছিল। সেখানকার রাজনীতিবিদরা ইমরানের সভাকে বলেছিলেন 'ফ্লপ শো'। আসন ভরাতে রাওয়ালপিন্ডি, লাহোর থেকে ট্রাক ভর্তি করে ইমরান সমর্থকদের আনতে হয়েছিল।      

 

PREV
click me!

Recommended Stories

ঋণ নিয়ে ঘি খাওয়া! পাকিস্তানের জন্য ৭০০ কোটি ডলার ঋণের প্রস্তাব মঞ্জুর, একগুচ্ছ শর্ত দিলো আইএমএফ
গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ, পাকিস্তানের প্রাক্তন ISI প্রধানের জেল