দাউদ আর হাফিজ সাইদকে কি ভারতের হাতে তুলে দেওয়া হবে? এই প্রশ্নে ঠোঁটে আঙুল পাক প্রতিনিধির


দাউদ ইব্রাহিম আর হাফিজ সাইদ প্রশ্নে এখনও নীরব পাকিস্তান। ভারতে ইন্টারপোলের বৈঠকে যোগ দিতে এসেও এই দুই সন্ত্রাসবাদী নিয়ে প্রশ্ন এড়িয়ে গেল পাকিস্তানের প্রতিনিধি। 

দাউদ ইব্রাহিম আর হাফিজ সাইদ নিয়ে কোনও প্রশ্নেরই উত্তর দিল না পাকিস্তান। সংবাদ মাধ্যমের করা যাবতীয় প্রশ্নের উত্তর এড়িয়ে গেল। মঙ্গলবার পাকিস্তানের শীর্ষ স্থানীয় হোমল্যান্ড সিকিউরিটি এজেন্সির প্রধানকে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও ২৬-১১ মুম্বই হামলার মূলচক্র হাফিজ সাইদ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু তিনি সেই প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। দুজনেই ভারতীয় নিরাপত্তার সংস্থাগুলির মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় রয়েছে। ভারতের বিশ্বাস দুজনকেই আশ্রয় দিয়েছে পাকিস্তান। 

পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির প্রধান মহসিন বাট সম্প্রতি ভারতে এসেছিলেন। তিনি ইন্টারপোলের সাধারণ পরিষদের জন্য পাকিস্তানের দুই সদস্যের প্রতিনিধি দলের অঙ্গ। তাঁকেই দাউদ ও হাফিস সাইদ সম্পর্কে প্রশ্ন করা হয়। কিন্তু তিনি কোনও প্রশ্নেরই উত্তর দিতে রাজি হননি। সংবাদ সংস্থা এএনআই প্রশ্ন করেছিল দাউদ ও লস্কর ই তৈবার প্রধান হাফিদ সাইদকে ভারতের হাতে তুলে দেওয়া হবে কিনা। এই প্রশ্নের উত্তর না দিয়ে শুধু ঠোঁটে হাত রেখেছিলেন বাট। 

Latest Videos

পাকিস্তানের প্রতিনিধিরা সাধারণ পরিষদের সভায় যোগ দিয়েছিলেন। সাধারণ পরিষদ হল ইন্টারপোলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এক কার্যকারিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বছরে একবার বৈঠকে বসে। সীমান্ত নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যথষ্টে উত্তেজনা রয়েছে। পাশাপাশি কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে মতৈক্য রয়েছে। কিন্তু এতকিছুর পরেই এই সভায় যোগ দিয়েছিলেন পাকিস্তানের প্রতিনিধিরা।

ইন্টারপোলের সভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চার দিনের এই বৈঠক শুক্রবার পর্যন্ত চলবে। ইন্টারপোলের মোট সদস্য সংখ্যা ১৯৫। এই বৈঠেক বিভিন্ন দেশের মন্ত্রী, পুলিশ প্রধান, জাতীয় কেন্দ্রীয় ব্যুরো, উর্ধ্বতন কর্তৃপক্ষ অংশগ্রহণ করবে। প্রায় ২৫ বছর পর ভারতে ইন্টারপোলের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শেষ বৈঠকটি হয়েছিল ১৯৯৭ সালে।   

দিলীপ মহলানবিশ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিলেন ত্রাতার ভূমিকায়, ডাক্তারবাবু নিজের হাতে তৈরি করেছিলেন ORS
পাকিস্তানের উপনির্বাচনে ইমরান খানের 'গুগলি', অনুগামীরা বলছেন ফিরে আসার লড়াই শুরু

'পঞ্চায়েত নির্বাচনে কেউ আর মুখ ঢেকে সন্ত্রাস চালাতে পারবে না', অনুব্রতর গড়ে মমতাকে নিশানা সেলিমের

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল