পাকিস্তানের পোলিও টিকা খেলে হয় পেট খারাপ, ভিডিও পোস্ট করে বিতর্কে বিশিষ্ট সাংবাদিক

  • পাকিস্তানের পোলিও টিকা খেলে পেট খারাপ হয়
  • তাই এক মা তাঁর সন্তানকে পোলিও টিকা খাওয়াতে অস্বীকার করছেন
  • এমনই একটি ভিডিও পোস্ট করেছিলেন পাক সাংবাদিক তারেক ফাতাহ
  • কিন্তু এক অভিনেত্রীর দাবি এটা তাঁর অভিনয় করা সিনেমা

 

বিভিন্ন সময়েই বিভিন্ন ইস্যুতে পাকিস্তান সরকারকে তুলোধোনা করে থাকেন অধুনা কানাডা নিবাসী পাক সাংবাদিক তারেক ফাতাহ। এই জন্য ভারতীয়দের মধ্যে বেশ জনপ্রিয়ও তিনি। কিন্তু এইবার পাকিস্তানে একটি শিশুকে পোলিও খাওয়ানোর ভিডিও পোস্ট করে তিনি বেশ বিপাকে পড়েছেন। এক প্রথম সারির পাক অভিনেত্রী সরাসরি তাঁর বিরুদ্ধে ভূয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ করেছেন।

সম্প্রতি তারেক এক পাকিস্তানি বাচ্চার পোলিও খাওয়ানোর ভিডিও টুইট করেন। ওই ভিডিও-তে দেখা গিয়েছে, পোলিও কর্মীকে বাচ্চাটির মা জানাচ্ছেন তিনি তাঁর বাচ্চাকে পোলিও টিকা খাওয়াবেন না, কারণ এতে বাচ্চার পেট খারাপ হয়। এই নিয়ে সাদা পোশাক দুই পোলিও কর্মী ও বাচ্চাটির মায়ের মধ্যে ঝগড়াঝাঁটি চলতে তাকে। লোকের ভিড় জমে যায়। এই ভিডিও পোস্ট করে পাক সরকারের পোলিও টিকাকরণের করুণ অবস্থা তুলে ধরতে চেয়েছিলেন তারেক, এমনটাই অভিযোগ।

Latest Videos

এরপরই আসরে নামেন পাকিস্তানি অভিনেত্রী মেহবিশ হায়াত। তিনি তারেকের ওই টুইট পোস্টের জবাবে জানান, ভিডিওটি তাঁর অভিনয় করা 'লোড ওয়েডিং' চলচ্চিত্রের। সাদা রঙের পোশাকে পোলিও কর্মীর ভূমিকায় তিনিই অভিনয় করেছিলেন। সন্তানের রাগি মা-এর ভূমিকায় ছিলেন আরেক অভিনেত্রী। পোলিও টিকারকণ বিষয়ে সচেতনতা বাড়াতেই এই চলচ্চিত্রটি তৈরি করা হয়েছিল।

তারেককে ব্যঙ্গ করে তিনি বলেন, 'আমাদের অভিনয় এত বাস্তবসম্মত হয়েছিল জেনে আনন্দ পেলাম। তবে পরেরবার থেকে পোস্ট করার আগে ভিডিও-র উৎসটা যাচাই করে নেবেন'।

এই পোস্ট নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন তারেক ফাতাহ। এমনকী বাধ্য হয়ে তিনি পোস্টটি সরিয়েও দিয়েছেন। তবে তাঁর এই কীর্তি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। অনেকেই ভিডিওটি রিপোস্ট করেছেন। সেখান থেকেই তারেক-এর পোস্ট করা ভিডিওটি এখানে দেওয়া হল -.

 

Share this article
click me!

Latest Videos

‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya