প্রায় ৭০ বছরেরও বেশি সময় কেটেগেছে পাকিস্তান স্বাধীনতা পেয়েছে। কিন্তু এতদিন পর্যন্ত সেদেশের বিমান বাহিনীতে কোনও হিন্দু পাইলটের দেখা মেলেনি। এই প্রথম পাকিস্তানের বিমান বাহিনীতে নিয়োগ করা হল হিন্দু পাইলট। রীতিমত ইতিহাস তৈরি করেছেন রাহুল দেব। পাকিস্তানের সবথেকে বড় প্রদেশ সিন্ধ প্রদেশের তারপারেকারের বাসিন্দা রাহুল। এই এলাকার অধিকাংশ মানুষই হিন্দু সম্প্রদায়ভুক্ত ।
জেনালের ডিউটি পাইলট হিসেবেই পাক এয়ার ফোর্সে যোগ দিয়েছেন রাহুল দেব।
আরও পড়ুনঃ শ্রমিক ট্রেন নিয়ে যুযুধান কংগ্রেস ও বিজেপি, ভাড়ায় ৮৫ শতাংশ ভর্তুকি রেলের ...
আরও পড়ুনঃ তৃতীয় লকডাউনে কী কী ছাড় দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক, এক ঝলকে চোখ বুলিয়ে নিন ...
পাকিস্তানের হিন্দু পঞ্চায়েত সমিতির সম্পাদক রবি দাওয়ানি বলেছেন পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অনেকেই সরকারি চাকরি করেন। পাক সেনাবাহিনীতেও সংখ্যালঘুদের যোগদান রয়েছএ। দেশের অনেক চিকিৎসকই সুমানের সঙ্গে চিকিৎসা করছেন। এই সব উদাহরণ টেনে এনে তিনি আরও বলেন সরকার যদি সংখ্য়ালঘু হিন্দুদের কাজের সুযোগ দেয় তাহলে আরও অনেক রাহুল দেবই সামনে এগিয়ে আসবে পাকিস্তানকে সেবা করার জন্য।