নানান বাধা কাটিয়ে পরিণতি পেল প্রেম, শহর তিলোত্তমা সাক্ষী হল সমকামী বিয়ের

Published : Jul 05, 2022, 11:41 AM IST
নানান বাধা কাটিয়ে পরিণতি পেল প্রেম, শহর তিলোত্তমা সাক্ষী হল সমকামী বিয়ের

সংক্ষিপ্ত

 নানান লড়াই, নানা কুকথা, নানান বাধা পেড়িয়ে চার হাত এক হল। তবে, অন্যদের তুলনার এই দুই ভালোবাসার মানুষের লড়াই বেশি অনেক কঠিন। আত্মীয়, সমাজ সবার সঙ্গে লড়তে হয়েছিল তাঁদের। কারণে পাত্র ডিজাইনার অভিষেক রায় যে ভালোবেসেছিলেন চৈতন্য শর্মা নামে এক যুবকে। 

বিয়ের আসর বসেছে পাঁচতারা হোটেলে। চারিদিকে আত্মীয় ও বন্ধুদের ভিড়, আলোর রোশনাই, বাজছে মিষ্টি সংগীত। এরই মাঝে স্বপ্নের মুহূর্ত উপভোগে ব্যস্ত দুজন। দীর্ঘদিনের স্বপ্ন আজ তাদের পূরণ হতে চলেছে। নানান লড়াই, নানা কুকথা, নানান বাধা পেড়িয়ে চার হাত এক হল। তবে, অন্যদের তুলনার এই দুই ভালোবাসার মানুষের লড়াই বেশি অনেক কঠিন। আত্মীয়, সমাজ সবার সঙ্গে লড়তে হয়েছিল তাঁদের। কারণে পাত্র ডিজাইনার অভিষেক রায় যে ভালোবেসেছিলেন চৈতন্য শর্মা নামে এক যুবকে। 

সমাজের বাঁকা চোখ আর অধরা আইনিকে উপেক্ষা করে জিতল ভালোবাসা। বহুদিন আগেই সমলিঙ্গ সম্পর্কের সম্মতি দিয়েছে আইন। কিন্তু, যতই আইনি সম্মতি পাক, সমাজের কাছে আজও তা লজ্জার। কিন্তু, সেই সকল অন্ধ কুসংস্কারকে উপেক্ষা করে আবারও একবার জয় হল সমলিঙ্গ প্রেমের। সদ্যা সাত পাকে বাঁধা পড়লে অভিষেক রায় ও চৈতন্য শর্মা। বহুদিন তারা সম্পর্কে ছিলেন। গুরুগ্রামে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে চৈতন্য। তবে, ওয়ার্ক ফ্রম হোম চলায়, কলকাতায় বেশ কিছুদিন ধরে রয়েছেন অভিষের রায়ের সঙ্গে। সম্পর্কে রয়েছেন তারা অনেক দিন ধরে। এবার পরিণতি পেল সেই সম্পর্ক। 



অভিষেক রায় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, লোকেরা যথন একসঙ্গে থাকতে চায় তখন ছোট ছোট অনুষ্ঠান করে। আমরা যখন বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি চৈতন্যকে বলেছিলাম যে, এটি এমন ভাবে করতে হবে যাতে আমাদের বন্ধুবান্ধব ও পরিবারের জন্য স্মরণীয় থেকে যাবে। 

সেই যাই হোক, বর্তমান সমাজে এমন বহু মানুষ পাওয়া যাবে, যারা নিজেরা সমকামী তা বুঝেও সমাজের চাপে পিছিয়ে আসছে। মানসিক দ্বন্দ্ব কাজ করে তাদের মনে। সমস্যা থেকে মানসিক অসুস্থতা পর্যন্ত দেখা দেয়। কিন্তু, এই সমস্যা থেকে যে বেরিয়ে আসা দরকার সম্প্রতি সেই বার্তা দিয়েছেন একাধিক সমকামী ব্যক্তি। কদিন আগেই ভালোবাসার টানে এনগেজমেন্ট সেরেছেন নাগপুরের দুই তরুণী। তার কিছুদিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দুই তরুণ। হায়দরাবাদে জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গাঁটছড়া বেঁধেছিলেন দুই তরুণ। এবার কলকাতায় অনুষ্ঠিত হল ডিজাইনার অভিষেক রায় ও চৈতন্য শর্মার বিয়ের অনুষ্ঠান। তবে, এখনও দেশে সমকামী বিয়ে স্বীকৃত নয়। ২০১৮ সালে পর থেকে সমকাম আইনত অপরাধ নয়। তবে, বর্তমানে একাধিক সমকামীকে দেখা গিয়েছে বিয়ের সম্পর্কে জড়াকে।     

আরও পড়ুন- Skin Pigmentation দূর হবে ক্যাস্টর অয়েলের গুণে, এই পাঁচ ভাবে ব্যবহার করুন এই তেল

আরও পড়ুন- বর্ষায় বজায় থাকুক শারীরিক সুস্থতা, রোগ মুক্তি থাকতে মেনে চলুন এই ১০টি টিপস

আরও পড়ুন- গর্ভাবস্থায় ভুলেও খাবেন না এই তিনটি খাবার, উপকারী এই খাবার বাচ্চার জন্য ক্ষতিকর
 

PREV
click me!

Recommended Stories

ব্রেকআপের পরে কী করবেন, এই কাজগুলো করলে পুরোনো প্রেম ভুলে যাবেন
পুরুষের বিয়ের বয়স ২১ হলেও লিভ-ইন করা যাবে ১৮ থেকে, বড় পর্যবেক্ষণ রাজস্থান হাইকোর্টের