দূরে থেকেও উদযাপন করুন ভ্যালেন্টাইন্স ডে, এই টোটকায় দূরত্ব ঘুচবে

এই প্রেমের মাসে সকলেই চায় মনের মানুষকে কাছে পেতে। আজ ভ্যালেন্টাইন্স উইকের সপ্তম দিন। রোজ ডে, কিস ডে (Kiss Day), টেডি ডে (Teddy day), প্রমিস ডে (Promise day), হাগ ডে (Hug Day)-র পর এবার কিস ডে পালনের পালা। রাত পোহালেই ভ্যালেন্টাইন্স ডে। জেনে নিন লং ডিস্টেন্স রিলেশনশিপে কী করে পালন করবেন ভ্যালেন্টাইন্স ডে।

দূরত্বের ভালোবাসার সম্পর্কগুলো একেবারে আলাদা। ইচ্ছে হলেই হাতে হাত রাখা যায় না, দেখা করা যায় না। প্রতিবন্ধকতা রয়েছে আরও অনেক কিছু। তবে, লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন বলে প্রেম সপ্তাহ পালন করবেন না, এমন হতে পারে না। এই প্রেমের মাসে সকলেই চায় মনের মানুষকে কাছে পেতে। আজ ভ্যালেন্টাইন্স উইকের সপ্তম দিন। রোজ ডে, কিস ডে (Kiss Day), টেডি ডে (Teddy day), প্রমিস ডে (Promise day), হাগ ডে (Hug Day)-র পর এবার কিস ডে পালনের পালা। রাত পোহালেই ভ্যালেন্টাইন্স ডে। জেনে নিন লং ডিস্টেন্স রিলেশনশিপে কী করে পালন করবেন ভ্যালেন্টাইন্স ডে। 

সকাল সকাল প্রেমিকাকে চমক দিন। একটা লাভ লেটার (Love Letter) পাঠান। নিজের হাতে প্রেম পত্র লিখে নিন। তার পছন্দের উপহার কিনে নিন। এবার এই লেটার ও উপহার কোরিয়ার মারফত তার কাছে পাঠান। আর একটা গোলাপ দিতে ভুলবেন না। সকাল সকাল আপনার পাঠানো উপহার পেয়ে মন ভালো হয়ে যাবে তার। 

Latest Videos

দিনটি একেবারে অন্যভাবে পালন করতে চাইলে রেডিও-তে প্রেম জানান। রেডিও স্টেশনে ফোন করে যোগাযোগ করুন। সেখানে আই লাভ ইউ বলুন আপনার মনের মানুষকে। দিনের সকালে এমন বার্তা পেয়ে মন ভালো হয়ে যাবে তার। একেবারে স্পেশ্যাল হয়ে উঠবে দিনটি। 

আজ যুগলরা সকলেই মুভি ডেটে যাচ্ছেন। রোম্যান্টিক মুভি ডে-টে (Romantic Movie Date) যাচ্ছেন সকলে। কিন্তু, আপনি আজ আপনার মনের মানুষের থেকে অনেক দূরে। দূরে আছেন বলে সিনেমা দেখতে যাবেন না এমন হতেই পারে না। আজ আপনিও মুভি ডেটে যান। অনলাইনে দুজনে সিনেমা দেখুন। নেটের দৌলতে আজ সকল দূরত্ব ঘূচে গিয়েছে। তাই দুজনে অনলাইন ডেটিং প্ল্যান (Online Date Plan) করে ফেলুন। 

ডিনার ডেটে বেরিয়ে পড়ুন ভ্যালেন্টাইন্স ডে-তে। প্রেম দিবসে একটা ডেটিং মাস্ট (Dating)। আপনার দুজন আলাদা আলাদা স্টেটে থাকেন বলে, ডেটিং করবেন না এমন হতে পারে না। সবার আগে পছন্দের খাবার কিনে আনুন। এবার ডাইনিং টেবিল সাজিয়ে ফেলুন। সুন্দর করে সেজেগুজে রেডি হন। ভিডিও চ্যাট অন করে দুজনে ডেটিং-এ বসে পড়ুন। ভার্চুয়াল দুনিয়ায় ডিনার ডেট (Virtual Dinner Date) সেরে ফেলুন। দুজনে যে একে অন্যের থেকে দূর আছেন তা বুঝতেই পারবেন না। 

আরও পড়ুন: শুধু গভীর চুম্বন নয়, সঙ্গে এই কয়টি উপহার আরও স্পেশ্যাল করে তুলবে দিনটি

আরও পড়ুন: মনের সঙ্গে শরীর ভালো থাকে চুমু খেলে, জেনে নিন চুম্বনের উপকারীতা

আরও পড়ুন: কিস ডে-র শুভেচ্ছা জানান এই রোম্যান্টিক মেসেজে, দেখে নিন এক নজরে

Share this article
click me!

Latest Videos

‘আমি মনে করি Firhad Hakim একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য Satyen Roy-এর, দেখুন
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি? Suvendu Adhikari
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি