আপনি ভালো কাজ করতে তার হিংসে হয়, আপনি ভালো পোশাক পরে অফিস গেলে তার হিংসে হয়, এমনকী আপনার ব্যক্তিগত জীবন নিয়েও তার হিংসে। সহকর্মীর এই স্বভাব দিনে দিনে যেন অসহ্য হয়ে উঠছে। হিংসুটে সহকর্মীর (Jealous Colleague) সঙ্গে মানিয়ে চলা বেশ কঠিন। কিন্তু, তার জন্য চাকরি ছেড়ে দেবেন এমন তো হতে পারে না। জেনে নিন কী করবেন।
সবে ৬ মাস হল নতুন অফিসে যোগ দিয়েছেন। অফিস কাজ কিংবা বসকে নিয়ে কোনও সমস্যা নেই। সহকর্মীরাও (Colleague) কম-বেশি ভালো। কিন্তু, ইদানিং পাশের ডেস্কে বসে থাকা রমার জন্য জীবন আপনার অতিষ্ট হয়ে উঠেছে। আপনি ও রমা একই বিভাগে কর্মরত। কাজের দরকারে সব সময় তার সঙ্গে কথা বলতে হয়। কিন্তু, মেয়েটির সঙ্গে আপনার একটুও অ্যাডজাস্ট হয় না। কারণটা হিংসে। শুধু আপনি নয়, রিমার হিংসুটে স্বভাবের কথা সকলেই জানে। আপনি ভালো কাজ করতে তার হিংসে হয়, আপনি ভালো পোশাক পরে অফিস গেলে তার হিংসে হয়, এমনকী আপনার ব্যক্তিগত জীবন নিয়েও তার হিংসে। সহকর্মীর এই স্বভাব দিনে দিনে যেন অসহ্য হয়ে উঠছে। হিংসুটে সহকর্মীর (Jealous Colleague) সঙ্গে মানিয়ে চলা বেশ কঠিন। কিন্তু, তার জন্য চাকরি ছেড়ে দেবেন এমন তো হতে পারে না। জেনে নিন কী করবেন।
তার এই হিংসুটে (Jealous) মানসিকতা যে আপনি বুঝে গিয়েছেন, এটা তাকে জানতে দেবেন না। সে যাই করুন, আপনি আপনার আচরণে (Attitude) পরিবর্তন আনবেন না। রোজ যেমন থাকেন, তেমনই থাকবেন।
তার আচরণ যতই খারাপ লাগুক, আপনি রিঅ্যাক্ট (React) করবেন না। ভুলেও রাগ দেখাবেন না, কিংবা ঝগড়া করবেন না। এতে সমস্যা বাড়তে থাকবে। তার সঙ্গে ঝগড়া করে অফিসে নিজের ইমেজ (Image) খারাপ করবেন না।
তাকে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। সে যাই বলুক না কেন বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। তাকে যত প্রশ্রয় দেবেন, সে তত বাড়াবাড়ি করবে। তাই বুদ্ধি কর হিংসুটে সহকর্মীর (Jealous Colleague) সঙ্গে মেলামেশা করুন।
এই ধরনের মানুষ গসিপ (Gossip) করতে খুবই ভালোবাসে। গল্প করে আপনার মনের কথা জেনে নেবে। আর পরে আপনাকেই সমস্যায় ফেলুবে। তাই এমন সহকর্মী যতই বন্ধুত্ব পূর্ণ আচরণ করুক না কেন, তার সঙ্গে কারও সমালোচনা করবেন না।
আরও পড়ুন: মানসিক স্বাস্থ্য ভালো রাখতে অবশ্যই মেনে চলুন এই কয়টি জিনিস, সহজ উপায় মুক্তি মিলবে সমস্যা থেকে
সকলেরই অফিসে এক-দুজন বন্ধু থাকে। এমন বিশ্বস্ত বন্ধুকে মনের কথা বলতে পারেন। এতে নিজের মন হালকা হবে। কোনও সমস্যায় পড়লে সে আপনাকে সাহায্য করতে পারে।
সহকর্মী কেন আপনাকে হিংসা করে তা জানার চেষ্টা করুন। হতে পারে, আপনার কোনও ভুলের জন্য তার থেকে এমন আচরণ (Attitude) পাচ্ছেন। এমন হলে নিজের ভুল পরিবর্তন করুন। জেনে নিন সমস্যার কারণ কী।