Relationship Tips: ঝিমিয়ে পড়া প্রেম জাগিয়ে তুলুন, এই কয়টি উপায়ে সম্পর্ক মজবুত হবে
মাঝে মাঝে প্রেম (Love) ফিকে হতেই পারে। তাই বলে, হাত গুটিয়ে বসে থাকলে হল না। জেনে নিন প্রেমের রং গাঢ় করবেন কী করে।
Sayanita Chakraborty | Published : Dec 12, 2021 11:05 PM / Updated: Dec 12 2021, 11:08 PM IST
সম্পর্কটা প্রায় তিন বছরের। কলেজ থেকে প্রেম। তারপর নানান চড়াই-উৎরাই পার করে এখনও প্রেমটা (Love) চলছে। কিন্তু, গত ছয় মাস ধরে দেখছেন, সব কেমন যেন ফিকে হয়ে গিয়েছে। সম্পর্কে আছেন ঠিকই, কিন্তু একে অন্যের প্রতি কোনও টান নেই। কেন কিছুতেই বুঝতে পারছেন না। কাজের চাপে (Work Pressure), প্রেমিকার সঙ্গে দেখা করা হয়ে ওঠে না। দুজনেই বেশ ব্যস্ত নিজেদের জীবনে। রোজ কথা হয় ঠিকই, কিন্তু বড্ড ফরমাল লাগে সম্পর্কটা। মাঝে মাঝে প্রেম ফিকে হতেই পারে। তাই বলে, হাত গুটিয়ে বসে থাকলে হল না। জেনে নিন প্রেমের রং গাঢ় করবেন কী করে।
হঠাৎ করে প্রেমিকার অফিসের সামনে উপস্থিত হয়ে সারপ্রাইজ (Surprise) দিন তো। একদিন একটু ম্যানেজ করে আগে বেরিয়ে পড়ুন। তারপর সোজা পৌঁছে যান তাঁর অফিসে। দেখবেন, সম্পর্কটা আবার আগের মতো লাগবে।
হয়তো অনেক দিন এক সঙ্গে কোথাও যাওয়া হয়নি। এবার, একটা রোম্যান্টিক ডিনারের (Romantic Dinner) প্ল্যান করুন। সেখানে মেনুতে থাকে দুজনের পছন্দের খাবার। অফিস, বাড়ির টপিক বাদে পুরো সময়টা দিন দুজনে দুজনকে।
একটি ফুলের বোকে অথবা একটি গোলাপ (Rose) আর চকোলেট (Chocolate) নিয়ে সারপ্রাইজ দিন প্রেমিকাকে। উলটোটাও হতে পারে। ঝিমিয়ে পড়া প্রেম জাগিয়ে তুলতে একটা সাক্ষাতই যথেষ্ট।
যেতে পারেন মুভি ডেটে (Movie Date)। আজকাল পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের পথে। তাই দুজনে সময় বের করে দেখা করুন। একটা রোম্যান্টিক সিনেমা দেখে আসুন। সকল দূরত্ব ঘুচে যাবে।
প্রেমিক যদি খাদ্যরসিক হয়, তাহলে চট করে তাঁর জন্য রেঁধে ফেলুন একটি পদ। এই খাবার দেওয়ার অছিলায় একটা ছোট ডেটে পৌঁছে যান। দেখবেন সম্পর্কে পুরনো টান অনুভব করবেন।
সামনেই বড়দিনের উৎসব, তারপর বর্ষবরণ। এই সময় প্রেমের সেই পুরনো টান ফিরে পেতে একে অপরকে উপহার দিতে পারেন। একসঙ্গে শপিং (Shopping)-এ যান। সময় কাটালে সম্পর্ক মজবুত হবে।
ওয়াইন (Wine) আর একটা কেক (Cake) আপনাদের ঝিমিয়ে পড়া সম্পর্কে রং আনতে পারে। এই দুটো নিয়ে উপস্থিত হন প্রেমিকার বাড়িতে। মনের মতো করে সন্ধ্যাটা উপভোগ করুন।
রোম্যান্টিক মিউজিক কনস্যার্টে যান। প্রেমের গান (Love Song) শুনে নিজেদের মনের প্রেমটা জাগিয়ে তুলুন। যতই ব্যস্ত থাকুন, সময় বের করুন দুজনে দুজনের জন্য।
এখন চিঠি লেখার চল উঠেই গিয়েছে। নতুনত্ব কিছু করতে চাইলে প্রেমিকার জন্য একটা চিঠি (Love letter) লিখুন। মনের ভাব প্রকাশ করুন কলমে। দেখবেন, দুজনের সম্পর্ক চাঙ্গা হবে।
সম্ভব হলে, কাছে কোথাও ঘুরে আসুন। একটা রোম্যান্টিক ডেট প্ল্যান (Romantic Date) করুন। সেখানে গিয়ে দুজনে দুজনেক সময় দিন। মনের কোনও ক্ষোভ থাকলে বলুন। সময় কাটান একান্তে।