Relationship Tips: মনের মিলনের আগেই ঘটনাচক্রে হয়ে গেল যৌন মিলন, জেনে নিন এরপর কী করা উচিত
শুধু একবার সেক্স (Sex) করেছেন বলে সম্পর্কে থাকবেন? নাকি বেরিয়ে যাবেন? এমন ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে কয়টি জিনিস মাথায় রাখুন।
Sayanita Chakraborty | Published : Dec 12, 2021 4:46 PM IST / Updated: Dec 12 2021, 10:19 PM IST
শুধুমাত্র ভালোলাগা ছিল। কিন্তু, হট করে এত বড় পদক্ষেপ নিয়ে ফেলবেন বুঝে উঠতে পারেননি। কলেজের সিনিয়র দাদার সঙ্গে প্রেমটা শুরু হওয়ার আগেই শারীরিক সম্পর্কে (Sex) জড়িয়ে পড়লেন। গিয়েছিলেন ক্যাজুয়াল ডেটে, কিন্তু পরিস্থিতিতে পরে সরাসরি সঙ্গম। এমন ঘটনা অনেকের জীবনেই ঘটেছে। পরিস্থিতির জন্য কী করবেন বুঝে ওঠার আগে এমন কান্ড ঘটে গিয়েছে। এক্ষেত্রে, পরে কী করা উচিত তা ঠিক করা কঠিন। ছেলেটিকে হয়তো আপনার খুব একটাও পছন্দ নয়, তবে কি শুধু একবার সেক্স (Sex) করেছেন বলে সম্পর্কে থাকবেন? নাকি বেরিয়ে যাবেন? এমন ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে কয়টি জিনিস মাথায় রাখুন।
সবার আগে নিজের মনকে প্রশ্ন করুন। কারও সঙ্গে ভুল বসত সঙ্গে যৌন সম্পর্কে (Sexual Relation) লিপ্ত হয়েছেন মানে এই নয় যে পছন্দ না হলেও তার সঙ্গেই থাকতে হবে। ভেবে দেখুন এই ঘটনার পর নিজে কী চাইছে।
Latest Videos
মনের টান নাকি শুধু শরীর টানে (Physical Needs) সম্পর্ক রাখতে চাইছেন এটা ভেবে দেখুন। শারীরিক চাহিদা মিটে গেল মানে সে যে আপনার মনের মতো মানুষ হবে, এমন নয়। তাই ঠিক কী কারণে সম্পর্কে যেতে চাইছেন ভেবে দেখুন।
হঠাৎ করে যৌন (Sex) সম্পর্কে লিপ্ত হওয়ার পর সেই সম্পর্ক টিকিয়ে রাখবেন কি না সেটা সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। এক্ষেত্রে, দুজনের মতামতই গুরুত্বপূর্ণ। আই আজগুপি না ভেবে সরাসরি আলোচনা করুন।
হয়তো আপনার বন্ধুরা (Friends) জেনে গিয়েছে আপনার যৌন সম্পর্কের কথা। লোকে জানে বলে, পছন্দ না হলেও তার সঙ্গে প্রেম করতে হবে এমন নয়। কেন সম্পর্কতে থাকতে চান সেটা আগে ভেবে দেখুন।
আবেগ (Emotion) নয় বুদ্ধি দিয়ে বিচার করুন। একটা ভুল করে ফেলেছেন বলে, সেই ভুলটা মেনে চলতে হবে এমন নয়। আবেগ নয়, বাস্তব বুদ্ধি দিয়ে ভেবে দেখুন, আপনি সম্পর্কে থাকতে চান নাকি নয়।
একান্ত সিদ্ধান্ত নিতে না পারলে কারও সঙ্গে আলোচনা করতে পারেন। তবে, এমন কারও সঙ্গে আলোচনা করুন, যে আপনাকে সঠিক পথে চালনা করবে। যার থেকে সঠিক পরামর্শ পেতে পারেন।
হয়তো ভুল করে কারও সঙ্গে সেক্স করে ফেলেছেন। এবার কী করবেন ঠিক করতে পারছেন না। এক্ষেত্রে, সবার আগে ছেলেটির সম্পর্কে খবর নিন। সে কেমন মানুষ জানুন। আপনার প্রতি তার অনুভুতি (Feelings) বোঝার চেষ্টা করুন। সব ভেবে সিদ্ধান্ত নিন।
সেক্স (Sex) নিয়ে এক এক জনের এক এক রকম মত। কারও কারছে এটা সাধারণ বিষয় কারও কাছে বা খুব গোপন বিষয়। এক্ষেত্রে আপনার মানসিকতা (Mentality) কী ভেবে দেখুন। আপনার কাছে বিষয়টি সহজ হবে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারেন। আর গুরুতর হলে, ভাবনা-চিন্তা করে সিদ্ধান্ত নিন।
এমন অপ্রত্যাশিত ঘটনার থেকে অনেকের হতাশা (Depression) আসতে পারে। এক্ষেত্রে, সতর্ক থাকুন। প্রয়োজনে কোনও মনোবিদের পরামর্শ নিতে পারেন।