পুজোর আগেই সরকারি কর্মীদের সুখবর! LTC ও HTC-র মেয়াদ বৃদ্ধি নবান্নের
LTC HTC tenure for 1 year: রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর পুজোর আগেই। LTC ও HTC-র মেয়ার এক বছর বৃদ্ধির কথা ঘোষণা নবান্নর। এওক বছর বাড়তি সুবিধে পাবেন সরকারি কর্মীরা।

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর!
পুজোর মুখেই রাজ্য সরকারি কর্মীদের সুখবর দিন নবান্ন। একই সঙ্গে বাড়িয়ে দিল এলটিসি ও এইচটিসি। এলটিসি হল লিভ ট্রাভেল কনসেশন। আর এইচটিসি হল হোম ট্রাভেল কনসেশন।
মেয়াদ বৃদ্ধি
রাজ্য সরকারি কর্মীদের এসটিসি ও এইচটিসির মেয়াদ শেষ হওয়ার কথা চিল ২০২৫ সালের ৩১ অক্টোবর। কিন্তু মেয়াদ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। মেয়াদ বৃদ্ধি করে করা হয়েছে ২০২৬ সালের ৩১ অক্টোবরক। অর্থাৎ একসঙ্গে এক বছরের মেয়াদ বৃদ্ধি করেছে নবান্ন।
অর্থ দফতরের বিজ্ঞপ্তি
অর্থ দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেই বলা হয়েছে গত তিন বছর যেসব সরকারি কর্মী এই সুবিধে নিতে পারেননি তারা আগামী এক বছরের মধ্য়ে এই সুবিধে নিতে পারবেন।
সুবিধে
প্রতি তিন বছর অন্তর একবার এই সুবিধে নিয়ে থাকেন রাজ্যের সরকারি কর্মীরা। এবার তারা এক বছরের জন্য এই বাড়তি সুবিধে পাবেন। তবে ভবিষ্যতে ছুটির ক্ষেত্রে এর কোনও প্রভাব পড়বে না। চলতি বছর ১ নভেম্বর থেকে নতুন ছুটির জন্য আবেদন করতে পারবেন রাজ্যের সরকারি কর্মীরা।
রাজ্য সরকারি কর্মীদের সুবিধে
সরকারি কর্মীদের একাংশ মনে করছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের এই সিদ্ধান্তে সুবিধে হবে রাজ্যের সরকারি কর্মীদের। নবান্ন সূত্রের খবর অনেক সরকারি কর্মী ব্যক্তিগত কারণে নির্ধারিত সময়ে ছুটি নিতে পারেন না। তাঁরা আগামী এক বছরের মধ্য়ে এই বাড়তি ছুটি নিতে পারবেন।

