পঞ্চমৃতম অভিষেকে (পাকা কলা, গুড়, মিছরি, বীজহীন খেজুর, মধু) ধনসম্পদ প্রাপ্তি হয় বলেই মনে করেন বহু পুরোহিতেরা।
সন্তানের মঙ্গল কামনায় দই দিয়ে অভিষেক করা শ্রেয়। সন্তানের মঙ্গল হয় দই অভিষেক করলে। দই অভিষেকেই সন্তানের শুভফল প্রাপ্তি হয়।
চন্দন দিয়ে অভিষেক করলে দুর্ভাগ্য নিবারণ হয়। ভাগ্যের উন্নতি হয় চন্দন অভিষেকের মাধ্যমে ।