India open 2022: এবার করোনার থাবা ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে, আক্রান্ত মোট ৭

এবার করোনা ভাইরাসের (Coronavirus) ইন্ডিয়ান ওপেন ব্য়াডমিন্টন (India open badminton) প্রতিযোগিতায়। দ্বিতীয় রাউন্ডের আগে  মোট ৭ জন কোভিড ১৯  (Covid 19)আক্রান্ত হলেন। সেই তালিকায় রয়েছেন তারকা শ্রিকান্ত কিদাম্বিও (Srikanth Kidambi)।
 

করোনা ভাইরাসের (Coronavirus) তৃতীয় ঢেউয়ের মধ্যে উদ্বেগ, আতঙ্ক ও ঝুঁকি নিয়েই মঙ্গলবার থেকে শুরু হয়েছিল ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন India open badminton) প্রতিযোগিতা। খেলা হয়েছিল কেবল মাত্র প্রথম রাউন্ডের। পিভি সিন্ধু (PV Sindhu), সাইনা নেহওয়াল (Saina Nehwal), এইচএস প্রণয় দ্বিতীয় রাউন্ডে উঠে গিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হওয়ার আগেই যে আতঙ্ক ছিল সেটাই হল। এবার ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টনে থাবা বসালো করোনা ভাইরাস। দ্বিতীয় রাউন্ডের খেলার আগে প্রতিযোগিতার সাত জন প্লেয়ারের কোভিড টেস্টের ফল পজেটিভ এসেছে। যেই রিপোর্ট সামনে আসার পরই আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী অন্যান্য প্রতিযোগীদের মধ্যেও। সম্পূর্ণ জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে ইন্ডিয়ান ওপেনের আয়োজন করা হলেও, শেষ পর্যন্ত কোভিডের থাবা আটকানো গেল না। 

দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হওয়াক আগে প্লেয়ারদের বাধ্যতামূলক কোভিড (Covid) টেস্ট করা হয়। সেই রিপোর্টেই সাত জনের ফল পজেটিভ আসে। আক্রান্তরা সকলেই ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার। আক্রান্তদের তালিকায় রয়েছেন সদ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জেতা শ্রীকান্ত কিদাম্বিও (Srikanth Kidambi)। এছাড়া যেই ছয় ভারতীয় প্লেয়ার করোনা আক্রান্ত হয়েছেন তারা হলেন অশ্বিনী পোনাপ্পা, রীতিকা থ্যাকার, ত্রিসা জলি, মিঠুন মঞ্জুনাথ, সিমরন আমন সিংহ এবং খুশি গুপ্ত। আক্রান্তরা আর এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। আক্রান্তদের ডাবলস জুটি যেই প্লেয়াররা ছিলেন তারাও খেলতে পারবনে না। কারণ তারাল আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন। প্রতিযোগিতার মাঝপথে সাত জন করোনা আক্রান্ত হওয়ায় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এদের আর কোনও বদলি নিতে পারবে না।

Latest Videos

ইন্ডিয়ান ওপেন শুরুর আগে থেকেই একাধিক প্লেয়ার করোনা আক্রান্ত হওয়ায় নাম তুলে নিয়েছিলেন। সেই তালিকাতে রয়েছে বি সাই প্রণীথ, মণু আত্রি এবং ধ্রুব রাওয়তরা। ডাবলস খেলোয়াড় সিন ভেনডি এবং কোচ নাথন রবার্টসন করোনা আক্রান্ত হওয়ার পর ইংল্যান্ডের গোটা দল প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছে। প্রসঙ্গত, দেশ জুড়ে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। ঝড়ের গতিতে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। ধীরে ধীরে স্বাভাবিকের পথে ফেরা ক্রীড়াজগৎও ফের করোনায় থাবায় উদ্বিগ্ন। গতবারও করোনার কারণে বাতিল হয়ে গিয়েছিব ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা। কিন্তু এবারও প্রতিযোগিতা শুরুর পরও করোনা ভাইরাসের থাবা এড়ানো গেল না। প্রতিযোগিতার ভবিষ্যৎ নিয়েও উঠে গেল প্রশ্ন।

Share this article
click me!

Latest Videos

কীভাবে তৃণমূল ভোটে জিতেছে মানুষ এবার বুঝতে পারছে, জঙ্গি যোগ নিয়ে রাজ্য সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু
Canning-এ জঙ্গি আটকের পর কড়া হলো পুলিশের নজরদারি! স্টেশনে পুলিশে নাকা তল্লাশি | South 24 Parganas
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
প্রয়াত Manmohan Singh-এর স্মৃতিচারণায় Narendra Modi, দেখুন কী বললেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News