হিমাচল কন্যার কামাল আন্তর্জাতিক মঞ্চে, ইতালিতে স্কি প্রতিযোগিতায় উজ্জ্বল করলেন ভারতের মুখ

আঁচল ঠাকুর অংশ নিয়েছিলেন স্কি প্রতিযোগিতায় 
৬৫ তম স্থানে শেষ করেন লড়াই 
দেশের হয়ে স্কিং-এ তিনি প্রথম মেডেল জয়ী 
 

ভারতের নাম উজ্বল করতে ইতালি পাড়ি দিয়েছিলেন হিমাচল কন্যা আঁচল ঠাকুর। ইতালিক কর্টিনা শহরে অনুষ্ঠিত ২০২১ সালের ওয়ার্ল্ড কি চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন তিনি। ১০৭ জন প্রতিযোগীর মধ্যে ৬৫ তম স্থান দখল করেছেন। বিখ্যাত প্যারাগ্লাইডার পাইলট রোশন ঠাকুরের কন্যা আঁচল। প্রায় ১০ বছর আগে রোশন ঠাকুর মানালি সফরকালে নরেন্দ্র মোদীকে আকাশ সফর করিয়েছিলেন। 

Latest Videos

তবে এটাই প্রথম নয়। এর আগেই ২০১৮ সালে স্কিইংএ দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক পদক জিতেছিলেন আঁচল ঠাকুর। স্কিইং-এর আন্তর্জাতিক প্রশানক সংগঠক ফেডারেশন ইন্টারন্যাশানাল দে স্কি আয়োজিত  অ্যালপাইন এজডার ৩২০০ কাপে ব্রোঞ্জ জিতেছিলেন ২১ বছরের আঁচল। জয়ের পর তিনি জানিয়েছিলেন দিনের পর দিন পরিশ্রমের ফল পেলেন তিনি। সেই সময় তিনি বলেছিলেন ভালো লিড নিয়ে শুরু করেছিলেন, আর সেই কারণেই তিনি তৃতীয় স্থানে থেকে তাঁর লড়াই শেষ করতে পেরেছিলেন। এবারও ভালো লিড নিয়েই তিনি লড়াই শুরু করেছিলেন। 

হিমাচল প্রদেশের মানালির ছোট্ট গ্রাম বড়ুয়ায় জন্ম গ্রহণ করেছিলেন আঁচল। বাবার কাছেই স্কি-তে হাতেখড়ি। পরে অবশ্যতিনি প্রাক্তন অলিম্পিয়ান হীরালালের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন। 

Share this article
click me!

Latest Videos

Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
কীভাবে তৃণমূল ভোটে জিতেছে মানুষ এবার বুঝতে পারছে, জঙ্গি যোগ নিয়ে রাজ্য সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
Dilip Ghosh: কীভাবে দেশ রক্ষা পাবে ধর্ম রক্ষা পাবে? ভরা সভায় উপায় বলে দিলেন দিলীপ ঘোষ