এবার থেকে ৭ অগাস্ট 'জ্যাভলিন থ্রো ডে', নীরজকে অনন্য সম্মান অ্যাথলেটিক্স ফেডারেশনের

নীরজ চোপড়ার অলম্পিকে সোনা জয়কে সম্মান জানাতে অনন্য উদ্যোগ নিল অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। এবার থেকে ৭ অগাস্ট পাল্িত হবে জ্যাভেলিন থ্রো ডে নামে।

টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন নীরজ চোপড়া। ১০০ বছরে ভারতীয় অ্যাথলিটে অলিম্পিকের মঞ্চে প্রথম সোনা জিতেছেন তিনি। ফাইনালে নীরজ চোপড়ার জ্যাভলিন শুধু ৮৭.৫৮ মিটার উড়ে গিয়েছে তা নয়, নীরজের জ্যাভলিনের সঙ্গে নতুন করে পাখা মেলেছে ভারতীয়দের স্বপ্ন, দেশবাসীর আশা ও ভারতের ক্রীড়া ক্ষেত্রের এক নতুন দিগন্তু। রাতারাতি জাতীয় হিরোর তকমা পেয়েছেন নীরজ চোপড়া। শুভেচ্ছা ও ভালোবাসার জোয়ারে ভাসছেন তিনি।

Latest Videos

এবার নীরজ চোপড়াকে অনন্য সম্মান দিল অ্যাথলিট ফেডারেশন অফ ইন্ডিয়া।  অ্যাথলেটিক্সে অলিম্পিকের মঞ্চে ভারতের সোনা জয় ঐতিহাসিক ঘটনা। নীরজের সোনা জয় শুধুই একটা পদক নয়, কোটি কোটি ভারতবাসীর কাছে প্রেরণা। একইসঙ্গে নীরজ চোপড়ার এই কৃতিত্বকে চির স্মরণীয় করে রাখার জন্য ৭ অগাস্টকে ‘জ্যাভেলিন থ্রো দিবস’  হিসেবে ঘোষণা করল ভারতীয় অ্যাথলিট সংস্থা।  ৭ অগাস্ট অলিম্পিক সোনা জিতেছিলেন নীরজ। নীরজের এই সাফল্যে উৎসাহিত হয়ে ভবিষ্যতে আরও এনকে নীরজ তৈরি হবে বলে আশা অ্যাথলিট ফেডারেশম অফ ইন্ডিয়ার।

আরও পড়ুনঃকোটি কোটি মেয়ের রাতের ঘুম কেড়েছেন নীরজ, কিন্তু সোনা জয়ীর মন জয় করেছে কে

আরও পড়ুনঃ'এই মুহূর্ত তোমার, উপভোগ কর', অনুজ নীরজকে বার্তা অগ্রজ বিন্দ্রার

আরও পড়ুনঃটোকিওতে পদক জয়ী চানু-লভলিনা, বাদ পড়তে পারেন প্যারিস অলিম্পিক্সে

প্রসঙ্গত ক্রিকেট ও ফুটবল আমাদের দেশে যতটা জনপ্রিয়, অ্যাথলিট এখনও ততটা নয়।  আমেরিকা, চীন কিংবা ইউরোপের দেশগুলোতে কিন্তু অ্যাথলেটিক্স অত্যন্ত জনপ্রিয়। শুধু পদকের জন্যই নয়, শরীর-স্বাস্থ্য ফিট রাখার এক উপায় হিসেবে ধরা হয় অ্যাথলেটিক্সকে। আমেদের দেশে মা-বাবারা ছেলে মেয়েদের অ্যাথলেটিক্সে পাঠালেও ততটা গুরুত্ব দেন না। কিন্তু নীরজ শর্মার কৃতিত্ব সেই ট্রেন্ড পাল্টাবে বলে আশাবাদী সকলেই। আর প্রতিবছর ৭ অগাস্ট জ্যাভলিন থ্রো ডে সকলকে মনে করাবে নীরদের লড়াও ও সাফল্যের কথা। উৎসাহিত করবে কোটি কোটি নীরজকে।


Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari