৫ বছরের প্রতীক্ষার অবসান, অবশেষে সোনার স্বাদ পেলেন সাক্ষী মালিক

৫ বছর আন্তর্জাতির মঞ্চে কুস্তিতে সাফল্য পেলেন সাক্ষী মালিক (Sakshi Malik) । ইউএনডব্লুউ ব়্যাঙ্কিং সিরিজে (UWW Ranking Series)সোনা জিতেলনে ভারতীয় তারকা কুস্তিগির। শুভেচ্ছার জোয়ারে ভাসছে  সাক্ষী।
 

ভারতীয় মহিলা কুস্তিগিরদে মধ্যে অন্যতম সেরা সাক্ষী মালিক। তার হাত ধরে এর আগেও একাধিকবার বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল হয়েছে। কুস্তিতে দেশকে একাধিক শিরোপা এনে দিয়েছেন তিনি। ২০১৬ রিও অলিম্পিক্সেও দেশের হয়ে পদক দিতে নজির গড়েছিলেন সাক্ষী। তাছাড়া ২০১৭ সালের কমনওয়েলথ গেমসেও সোনা জিতে নিজজের জাত চিনিয়েছিলেন ভারতীয় তারকা মহিসা কুস্তিগীর। কিন্তু তারপর থেকেই ফর্ম কিছুটা পড়তে শুরু করে সাক্ষী। টোকিও অলিম্পিক্সে তার কাছে পদকের আশা করলেও সেই স্বপ্ন পূরণ করতে পারেননি সাক্ষী। হতাশ হয়েছিলেন দেশের ক্রীড়া প্রেমি মানুষ। নিজের পারফম্য়ান্সে হতাশ ছিলেন সাক্ষী মালিকও। অবশেষে দীর্ঘ ৫ বছরের প্রতিক্ষার অবসান। ফের একবার আন্তর্জাতিক মঞ্চে পদক জিতলেন সাক্ষী মালিক।

নিজের চেনা ফর্মে ফিরতে কঠিন অনুশীলন সারছিলেন তিনি। চোট সমস্যাও ভুগিয়েছে সাক্ষী মালিকের। নিজের কোচের তত্ত্বাবধানে সবরকম প্রচেষ্টা চালাচ্ছিলেন তিনি। ইউডব্লিউডব্লিউ র‌্যাঙ্কিং সিরিজে ফর্মে ফিরলেন সাক্ষী মালিক। প্রতিযোগিতার শুরু থেকেই চেনা ছন্দে পাওয়া যায় ভারতীয় তারকা কুস্তিগিরকে। একের পর এক ম্য়াচ জজিতে ফাইনালের টিকিট পাকা করে পেলেন সাক্ষী মালিক। আন্তর্জাতিক মঞ্চে সোনা জয়ের এত কাছে এসে সুযোগ হাতছাড়া করতে একেবারে নারাজ ছিলেন তিনি। ফাইনালে সাক্ষীর প্রতিপক্ষ ছিলেন কাজাখস্তানের কুস্তিগির ইরিনা কুজনেতসোভা। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইও হয় সাক্ষী মালিক ও  ইরিনা কুজনেতসোভাকের মধ্যে। তবে সেষ পর্যন্ত জয়ের হাসি হাসেন সাক্ষী। সোনা জিতে ফের একবার নিজের জাত চেনালেন সাক্ষী মালিক।

Latest Videos

আরও পড়ুনঃহানিমুনে কোন জিনিসের নিতে হবে যত্ন, কী করতে হবে, দীপক চাহারের বোনের টিপস ভাইরাল নেট দুনিয়ায়

আরও পড়ুনঃআইপিএল শেষ হতেই শ্রেয়স আইয়রের জীবনে এল নতুন সঙ্গী, দেখুন সেই ছবি

ইউডব্লিউডব্লিউ র‌্যাঙ্কিং সিরিজে সাক্ষী ছাড়াও সোনা জিতেছেন ভারতের অপর কুস্তিগির মানসী। ৫৭ রেজি বিভাগে তিনি হারান কাজাখস্তানের এমা তিসসিনাকে। ৬৮ কেজি বিভাগেও সোনা জিতেছেন দিব্যা কাকরান। তবে ৭৬ কেজি বিভাগে সোনা আসেনি ভারতের। এই বিভাগে পূজা পেয়েছেন ব্রোঞ্জ। সব মিলিয়ে এই প্রতিযোগিতায় এ পর্যন্ত পাঁচটি পদক পেয়েছে ভারত। বৃহস্পতিবার গ্রেকো-রোমান কুস্তিতে সোনা জিতেছেন নীরজ। ভারতীয় কুস্তিগিরদের সাফল্য়ে খুশি ক্রীড়া প্রেমিরা। প্রতিযোগিতায় সাফফল্যের পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সাক্ষী মালিক সহ অন্য়ান্য ভারতীয় অ্যাথলিটরা। এই সাফল্য ঘরে রেখে আগামি দিনেও দেশকে আরও সাফল্য এনে দেওয়াই লক্ষ্য সাক্ষী মালিকের। দেশের তারকা মহিলা কুস্তিগিরদের মধ্যে অন্যতম সাক্ষী মালিক ফর্মে ফেরায় ও ফের পদক জয়ে খুশি ক্রীড়া মহল। দেশকে সাফল্য এনে দিতে পেরে খুশি সাক্ষা মালিকও।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed