Australian Open 2022: অস্ট্রেলিয়ান ওপেনে বড় অঘটন, আমান্ডার কাছে হেরে বিদায় ওসাকার

Published : Jan 21, 2022, 09:19 PM IST
Australian Open 2022: অস্ট্রেলিয়ান ওপেনে বড় অঘটন, আমান্ডার কাছে হেরে বিদায় ওসাকার

সংক্ষিপ্ত

অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2022) সবথেকে বড় অঘটনটা ঘটে গেল শুক্রবার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে (Naomi Osaka)তৃতীয় রাউন্ডেই হারিয়ে দিলেন আমেরিকার আমান্ডা অ্যানিসিমোভা (Amanda Anisimova)। খেলার ফল ৪-৬, ৬-৩, ৬-৭।   

অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2022) একের পর এক অঘটন। বৃহস্পতিবারই প্রতিযোগিতা তেকে বিদায় নিয়েছেন ইউএস ওপেন চ্যাম্পিয়ন এমা রাডুকানু। প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার নাওমি ওসাকা (Naomi Osaka)। উল্লেখযোগ্য বিষয় হল গতবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়নও ছিলেন নাওমি। এবার তার কাছ থেকে তেনমনই পারফরম্য়ান্স আশা করেছিল  ফ্যান ও বিশেষজ্ঞরা। কিন্তু সকলকে হতাশ করলেন নাওমি ওসাকা।  শুক্রবার অবাছাই আমেরিকান আমান্ডা অ্যানিসিমোভার (Amanda Anisimova)কাছে প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন তিনি। ২০২২ অস্ট্রেলিয়ান ওপেনের সবথেকে বড় অঘটন ঘটাতে পেরে খুশি আমেরিকার উঠতি টেনিস তারকা। প্রতিযোগিতায় আরও এগিয়ে যাওয়াই লক্ষ্য তার।

নাওমি ওসাকা ফেভারিট হিসেবে ম্য়াচ শুরু করলেও প্রথম থেকেই ঠান্ডা মাথায় খেলতে থাকেন আমান্ডা অ্যানিসিমোভা। যদিও প্রথম সেটে লড়াই করেও নাওমির বিরুদ্ধে জিততে পারেননি আমান্ডাষ প্রথম সেট ৪-৬ ব্য়াবধানে জিতেন নাওমি ওসাকা। কিন্তু দ্বিতীয় সেট থেকে দুরন্তভাবে কামব্য়াক করেন আমান্ডা। দ্বিতীয় সেট ৬-৩ ব্যবধানে নিজের নামে করে দুরন্তভাবে ম্যাচে সমতায় ফেরেন ২০ বছর বয়সী আমান্ডা। একইসঙ্গে দ্বিতীয় সেট জেতে সকলকে বুঝিয়ে দেন সহজে হাল ছাড়তে নারাজ তিনি। তৃতীয় সেটে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়।  তৃতীয় সেটে এক নয়, পরপর দুই ম্যাচ পয়েন্ট বাঁচান আমেরিকান তরুণী। ম্যাচ টাই ব্রেকারে পৌঁছলে ১০-৫ টাই ব্রেকার জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা পাকা করেন আমান্ডা। এবছরের প্রথম থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন আমরেরিকান টেনিস তারকা। টানা আটটি ম্য়াচ জিতেছেন তিনি।  আমান্ডা অ্যানিসিমোভাকে আগামির তারকাও মানছেন টেনিস বিশেষজ্ঞরা। ওসাকাকে হারিয়ে সেই পথেই এগোচ্ছেন আমান্ডা। অস্ট্রলিয়ান ওপেনে আরও কোনও অঘটন ঘটাতে পারেন কিনা আমান্ডা সেটাই দেখার।

 

 

অস্ট্রেলিয়ার ওপেনের অপর ম্য়াচগুলিতে শীর্ষ বাছাই বার্টি শুক্রবার এক ঘণ্টার সামান্য বেশি সময়ে উড়িয়ে দিয়েছেন ক্যামিলা জিয়োর্জিকে। রড লেভার এরিনায় বার্টি জিতেছেন ৬-২, ৬-৩ গেমে। পুরুষ সিঙ্গলসে চতুর্থ রাউন্ডে পৌঁছলেন আলেকজান্ডার জেরেভ এবং মাতেয়ো বেরেত্তিনি। বিশ্বের তিন নম্বর খেলোয়াড় জেরেভ ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে হারান রোমানিয়ার যোগ্যতা অর্জনকারী খেলোয়াড় রাদু আলবটকে। অন্য দিকে, স্পেনের তরুণ তারকা কার্লোস আলকারাজকে ৬-২, ৭-৬, ৪-৬, ২-৬, ৭-৬ গেমে হারিয়েছেন বেরেত্তিনি। 
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ T20 Series: টি-২০ বিশ্বকাপের আগে শেষ সিরিজ, পরীক্ষা-নিরীক্ষার পথে ভারত? বড় ইঙ্গিত দিলেন সূর্য
Shubman Gill: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পরেই রঞ্জি খেলার সিদ্ধান্ত শুভমান গিলের, নামবেন পাঞ্জাবের হয়ে